আইপিএল শুরুর আগে শাহরুখ বন্দনা নারাইনের
কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম আইপিএল শিরোপা ঘরে তোলে ২০১২ সালে। ২০১৪ সালে আবারও নিজেদের শিরোপা পুনরুদ্ধার করে শাহরুখ খানের মালিকানা দলটি। তারপর কেটে যায় এক এক দশক। অবশেষে ২০২৪ সালে তৃতীয় বাবের মত শিরোপা ঘরে তোলে দলটি। কলকাতা আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স চেন্নাই সুপার কিংসের পরে দ্বিতীয় সর্বোচ্চ তিনবার ট্রফি জয়ী দল।
আবারও শুরু হতে যাচ্ছে আইপিএল। অপেক্ষা আর মাত্র ২ দিনের। ২২ মার্চ পর্দা নামবে আইপিএলের এবারের আসরের। এ আগে দলটির মালিক শাহরুখ খানের প্রশংসায় পঞ্চমুখ দলটির নিয়মিত ক্রিকেটার ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারাইন। শিরোপা জেতার পিছনে কোচ ও অধিনায়কের সঙ্গে মালিক শাহরুখেরও বড় অবদান দেখেন ২০১২ সাল থেকে ফ্রাঞ্চাইজিটির হয়ে খেলা নারাইন।
শাহরুখ সম্পর্কে নারাইন বলেন, সে ( শাহরুখ) সবার সঙ্গে যেভাবে কথা বলে তা সত্যিই উদাহরণযোগ্য। সে অনেক বিনয়ী একজন মানুষ। সে দলের সবাইকে ভালোবাসে। আমার মনে হয় সে পৃথিবীর অন্যতম সেরা মালিক। সে দলের খেলোয়াড়দের সম্পূর্ণ স্বাধীনতা দেয়। জয়, হার কিংবা ড্র যে কোনো কিছুতেই উনি খুশি।’
নারাইনের আগে দলের আরও অনেক সদস্যকেই শাহরুখের প্রশংসা করতে দেখা গেছে। কলকাতার হয়ে ২০১২ সাল থেকে ১৭৭ ম্যাচ খেলেছেন নারাইন। মাত্র ৬.৭৩ ইকোনোমি রেটে উইকেট নিয়েছেন ১৮০ টি।