দৌড়ে টিকে থাকার লড়াই হাসান মুরাদের
হাসান মুরাদের এই দৌড় জাতীয় দলের রেসে টিকে থাকার। প্রথম বার টেস্ট ক্রিকেটে ডাক পাওয়া। প্রথমবার জাতীয় দলের মূল স্কোয়াডে আসার ঘোর কেটেছে কিনা সেটা নিয়েও রসিকতা করা যেতেই পারে৷ তবে ফিট থাকার জন্য প্রস্তুতি যে আরো বেশি দরকার সেটা বুঝতে পেরেছেন। পেরেছেন বলেই সিলেটে উড়াল দেওয়ার আগে মিরপুরে লম্বা সময় ধরে ফিটনেস ট্রেনিং৷
টেস্ট ক্রিকেটে বিশেষ করে দেশের মাটিতে সবসময় বাংলাদেশ দুই বাঁহাতি স্পিনার খেলিয়ে থাকে। সেক্ষেত্রে ওই দুই নাম সাকিব আল হাসান এবং তাইজুল ইসলাম। সাকিবের অনুপস্থিতিতে মিরাজের সাথে এক অফ স্পিনার বাড়ানো হয়৷ নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে যদি স্পিন সহায়ক উইকেট হয়, বিশেষ করে মিরপুরে, সেক্ষেত্রে সাকিবের অভাব পূরণে টেস্ট ক্যাপ পেতে পারেন এই ইয়াংস্টার।
প্রথম শ্রেণীর ক্রিকেটে মুরাদের পরিসংখ্যান চমকে দেওয়ার মতো। ২৬ ম্যাচেই নিয়েছেন ১৩০ উইকেট। ইনিংসে আট উইকেট নেওয়ারও কীর্তি আছে। চার উইকেটের চাইতে পাঁচ উইকেট নিতেই যেনো বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। ইনিংসে ৪ উইকেট যেখানে নিয়েছেন ৫ বার, সেখানে ফাইফার আছে ১২টি।
২২ বছর বয়সী এই ক্রিকেটারের অবশ্য জাতীয় দলের হয়ে অবশ্য অভিষেকটা হয়ে গেছে মাস দেড়েক আগে চীনে। এশিয়ান গেমসের ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত হন, অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী এই স্পিনার। এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ২ ম্যাচ খেললেও বল করেছেন ১ ম্যাচে৷ অপেক্ষায় আছেন আন্তর্জাতিক ক্রিকেটে উইকেটের অভিষেকের।