বুমরাহকে নিয়ে কোনো আলাদা পরিকল্পনা নেই ডাকেটের
আধুনিক ক্রিকেটে পেসারদের মধ্যে সেরা বিবেচনা করা হয় যশপ্রীত বুমরাহকে। কেবল নামেই নয়, টেস্ট ক্রিকেটের এক নম্বর বোলার এখন এই ভারতীয় পেসারই। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে দল হারলেও বল হাতে আগুন জড়িয়ে সিরিজ সেরা হয়েছিলেন তিনি।
এ বছরের জুনে ইংল্যান্ডে সিরিজ খেলতে যাবে ভারত। পাঁচ ম্যাচের এই টেস্ট সিরিজে বল হাতে ভারতের নেতৃত্ব দেবেন বুমরাহ। তবে তাকে নিয়ে আলাদা করে ভাবছে না ইংল্যান্ড এমনটাই জানিয়েছেন ইংলিশ ওপেনার বেন ডাকেট। ঘরের মাঠে ইংল্যান্ড ভারতকে হারাতে পারবে বলেও জানিয়েছেন তিনি।
মেইল স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডাকেট বলেন,'ঘরের মাঠে ভারত যতটা শক্তিশালী, ঘরের বাইরে তারা ঠিক উল্টো। আমার মনে হয় ভারতকে ইংল্যান্ডের হারানো উচিত এবং আমরা অবশ্যই তাদের হারাতে পারি। আশা করি এটা ভালো একটা সিরিজ হবে।’
এসময় ভারতের পেসার বুমরাহকে মোকাবেলা করার কোনো আলাদা পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে ডাকেট বলেন,'আমি এর আগেও পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে তাকে মোকবেলা করেছি। আমি জানি সে কি করতে পারে এবং বোলিংয়ে তার কি দক্ষতা আছে সেটাও জানি। এমন কিছু ঘটবে না, যা আমাকে অবাক করবে।’
সর্বশেষ দুই দলের টেস্ট সিরিজে বুমরাহ এর বলে সাবলীল ব্যাটিং করেছিলেন ডাকেট। সে সিরিজে ইংল্যান্ডে দ্বিতীয় সেরা রান সংগ্রাহক ছিলেন তিনি। চার টেস্টে মাত্র একবার বুমারাহ এর বলে সাজঘরে ফিরেছিলেন তিনি। সে সিরিজে বুমরাহ এর ৯৪ বল মুখোমুখি হয়ে ৬৩ রান করেছিলেন ডাকেট।