ড্রোন শো ছাড়াও আরো যা যা থাকছে আইপিএলের উদ্ধোধনী অনুষ্ঠানে

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:২৪ পিএম | ২০ মার্চ, ২০২৫

আর মাত্র একদিন অপেক্ষা! ২২ মার্চ পর্দা উঠতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জমজমাট ঘরোয়া আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসর। ঘরোয়া আসর হলেও এই আয়োজনের উন্মাদনা ছাড়িয়ে যায় পুরো বিশ্বে। যে কারণে এবারের উদ্বোধনী অনুষ্ঠানে বরাবরের মতো জমকালো আয়োজনের পাশাপাশি প্রথমবারের মতো থাকছে ড্রোন শো।

সবঠিক থাকলে আগামী শনিবার আধঘন্টার অনুষ্ঠান করবে আইপিএল কর্তৃপক্ষ। আর কলকাতার ইডেনে প্রথম ম্যাচ ম্যাচ হওয়ায় তার দায়িত্ব পড়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) উপরে। সিএবির হাতে পাওয়া অনুষ্ঠান সূচিতে বলিউড তারকাদের পারফরম্যান্সের পাশাপাশি থাকছে বিশেষ ড্রোন শো আর আতশবাজির প্রদর্শনী।

ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে ২২ মার্চ শনিবার সন্ধ্যা থেকে শুরু হবে অনুষ্ঠান। যেখানে থাকবেন বলিউড তারকা দিশা পাটানি ও শ্রেয়া ঘোষাল। জানা গেছে স্টেডিয়ামের প্রত্যেক গ্যালারির দর্শক যাতে উদ্বোধনী অনুষ্ঠান দেখতে পারেন, তার জন্য বিশেষ স্টেজ তৈরি করা হচ্ছে। এ বিষয়ে সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গাঙ্গুলি জানান,‘বিশেষ এক ওপেন স্টেজ তৈরি করা হবে। স্টেডিয়ামের সব গ্যালারির দর্শকদের অনুষ্ঠান দেখতে যাতে কোনও সমস্যা না হয়।’

মাঠে তিরিশ গজ বৃত্তের বাইরে স্টেজ তৈরি হলেও পুরো ইডেন জুড়ে পারফর্ম করবেন পারফর্মাররা। শহরে তার ড্রেস রিহার্সালও শুরু হয়ে গিয়েছে। পাঁচশর বেশি পারফর্মার চলে এসেছেন। দু’দিন ধরে নেতাজি ইন্ডোরে অনুষ্ঠানের ড্রেস অনুশীলনও চলছে।

এদিকে আবার ড্রোন শো-র করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই। এ বিষয়ে অনুমোদনের জন্য আবেদনপত্র ভারতীয় সেনাবাহিনীর কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। কারণ ইডেনে ড্রোন শো’র জন্য সেনাবাহিনীর অনুমতি দরকার। এছাড়া এবারের আসরে উদ্বোধনী অনুষ্ঠানের শোভা আরো বাড়াতে অনুষ্ঠান চলাকালীন সময় ফ্লাডলাইট বন্ধ রাখতে হবে। ইডেনের ৬৫ হাজার দর্শকদের জন্য বিশেষ চশমা আর রিস্ট ব্যান্ডের ব্যবস্থা করা হয়েছে। স্টেডিয়ামে প্রবেশের সময়ই যা দিয়ে দেওয়া হবে দর্শকদের। অনুষ্ঠানের সময় দর্শকদের সেই চশমা আর ব্যান্ড পরতে হবে। চশমা আর ব্যান্ড, দুটোই নাকি বিশেষ প্রযুক্তিতে তৈরি হয়েছে। অনুষ্ঠানে বলিউড তারকাদের পারফরম্যান্সের সময় মিউজিকের সঙ্গে ওই বিশেষ চশমা আর ব্যান্ডে আলো জ্বলে উঠবে।

খেলার দুনিয়া | ফলো করুন :