সামনের এক বছর হামজা-জামালদের যত ম্যাচ
৫ মার্চ শিলংয়ে এশিয়ান কাপ বাছাইয়ের তৃতীয় রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচ দিয়ে দেশের জার্সিতে অভিষেক হবে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর।
ভারতের বিপক্ষে ম্যাচই ২০২৫ সালে বাংলাদেশের প্রথম ম্যাচ। হাভিয়ের ক্যাবরেরার দল এই রাউন্ডে খেলবে মোট ৬ ম্যাচ। যেখানে ৫ ম্যাচ এ বছরই আয়োজিত হবে। আর শেষ ম্যাচটি হবে আগামী বছরের ৩১ মার্চ। সে ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠ নামবে হামজা-জামাল ভূঁইয়ারা।
ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি দিয়ে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে আবারও হোম ম্যাচ খেলবে জামালরা। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশে খেলতে আসবে ভারত।
এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে বাংলাদেশের ম্যাচ |
||
তারিখ |
প্রতিপক্ষ |
ভেন্যু |
২৫ মার্চ |
ভারত |
ভারত |
১০ জুন |
সিঙ্গাপুর |
বাংলাদেশ |
৯ অক্টোবর |
হংকং |
বাংলাদেশ |
১৪ অক্টোবর |
হংকং |
হংকং |
১৮ নভেম্বর |
ভারত |
বাংলাদেশ |
৩১ মার্চ, ২০২৬ |
সিঙ্গাপুর |
সিঙ্গাপুর |