হামজা একজন অসাধারণ খেলোয়াড়: মার্কেজ
আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। সে ম্যাচে মাঠে নামার আগে গতকাল মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে ভারত। যদিও তিন খেলোয়াড়কে মাঠের বাইরে রেখে লাল-সবুজ জার্সিধারীদের সঙ্গে লড়াই করতে হবে সুনীল ছেত্রীদের। অবশ্য সে ম্যাচের আগে হামজাকে আটকানোর পরিকল্পনায় আগাচ্ছে ভারতের কোচ মানোলো মার্কেজ।
বাংলাদেশ ম্যাচের আগে সুনীল ছেত্রীদের গোলে মালদ্বীপের বিপক্ষে জয় পাওয়াটা বেশ স্বস্তি দিয়েছে মার্কেজকে। মালদ্বীপকে হারানোর পর ভারত কোচ বলেছেন, ‘যখন আপনি জিতবেন, সেটা আপনাকে আনন্দ দেবে। আপনি ভালো বা খারাপ খেলতে পারেন কিন্তু অনেকগুলো ম্যাচের পর জয় পাওয়া গুরুত্বপূর্ণ।’
তবে বাংলাদেশের বিপক্ষে যে ভারতকে কঠিন পরীক্ষা দিতে হবে তা বুঝতে পারছেন মার্কেজ। আসন্ন ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, এটা সহজ ম্যাচ হবে না। আমার ধারণা, দুই দলের জন্যই এই ম্যাচটা কঠিন হবে।’
হামজার যোগদানে বাংলাদেশ দল বর্তমানে অন্যান্য সময়ের চেয়ে শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন,‘ ‘হামজা একজন অসাধারণ খেলোয়াড়। সে এখন প্রিমিয়ার লিগে নেই। কিন্তু সে চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। তবে বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। কারণ, গত তিন বা চার মৌসুম ধরে তারা একই কোচের অধীনে খেলে যাচ্ছে।’
এদিকে ভারতের ম্যাচকে সামনে রেখে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় ভারতের শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন হামজারা। বিকেল ৪টার সময় পৌঁছেও গেছেন সেখানে। আজ রাত বিশ্রাম নিয়ে আগামীকাল থেকে মাঠে ঘাম ঝরাবেন কোচ হ্যাভিয়ের কাবরেরার শিষ্যরা।