‘শিগগিরই’ বিদেশী কোচ আসছে সাবিনাদের

‘শিগগিরই’ বিদেশী কোচ আসছে সাবিনাদের

কোচ গোলাম রাব্বানী ছোটনের বিদায়ের পর থেকে কিছু দিন কোচ শূন্য ছিল বাংলাদেশ নারী ফুটবল দল। তখনই বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে বলা হচ্ছিল, বিদেশী কোচদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। যদিও এরপর অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দলের দায়িত্ব দেওয়া হয় কোচ সাইফুল বারী টিটুকে। 

তবে পূর্ণকালীন কোচের অভাবটা শিগগিরই ঘুচে যাচ্ছে সাবিনা খাতুনদের। গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। 

তিনি বলেন, ‘আমরা নারী দলে বিদেশি কোচ নিয়োগের বেশ কাছাকাছি। কিছু দিনের মধ্যে চূড়ান্ত করে প্রেস কনফারেন্স করে জানাতে পারব।’ তবে সেটা ডিসেম্বরের আগে হচ্ছে না, পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি। 

আসছে ডিসেম্বরে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী ১ ও ৪ ডিসেম্বর দুটি ম্যাচ খেলবে দল। কমলাপুরের শহীদ বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচদু’টিতে দলের কোচ বদলাচ্ছে না। সাইফুল বারী টিটুই দলের দায়িত্বে থাকবেন। নতুন কোচকে নতুন বছরের শুরুর দিকে পেতে পারে বাংলাদেশ। 

গতকাল বাফুফের এক সভায় সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের বেশ কিছু বিষয় নিয়ে সিদ্ধান্ত আসে। তার একটা ছিল ম্যাচের সময়। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকেল ৪টায়। পরেরটা হবে ৩টায়। দ্বিতীয় ম্যাচের সময় এগিয়ে আসার কারণ হিসেবে বাফুফে বলছে সিঙ্গাপুরের দেশ ছাড়ার সময়ের কথা। ম্যাচ খেলে সে রাতেই সিঙ্গাপুর বাংলাদেশ ত্যাগ করবে। খেলার পর প্রস্তুতি নিয়ে হোটেল ছাড়তে তাদের বাড়তি কিছু সময় চাই, সে কারণে এগিয়ে এসেছে ম্যাচের সময়।

সম্পর্কিত খবর