টানা পাঁচ ম্যাচ জেতা গাজী গ্রুপকে হারাল আবাহনী

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৭:২১ পিএম | ২১ মার্চ, ২০২৫

অবশেষে থামল জয়রথ। ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে টানা পাঁচ ম্যাচের পর এবার আবাহনীর কাছে ২ উইকেটের স্বল্প ব্যবধানে হেরেছে আসরে উড়তে থাকা দল গাজী গ্রুপ ক্রিকেটার্স। আবাহনীর মুমিনুল হকের নজরকাড়া দ্বৈথ পারফরম্যান্সের টানা জয় তুলে নিয়েছে আবাহনী। আর এমন হারের পর পয়েন্ট তালিকায় দুইয়ে নেমে এসেছে গাজী গ্রুপ।

বিকেএসপিতে আজ শুক্রবার বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৩৬ ওভারে নেমে আসা ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে ২ উইকেটে হারায় আবাহনী। ২০০ রানের লক্ষ্য ৬ বল বাকি থাকতে ছুঁয়ে ফেলে বর্তমান চ্যাম্পিয়নরা। যেখানে বল হাতে আগুন ঝরিয়েছেন আবাহনীর মুমিনুল হক। একাই ফিরিয়েছেন ৪ ব্যাটারকে।

বৃষ্টির কারণে প্রায় আড়াই ঘন্টা পরে শুরু হওয়া ম্যাচে টস হেরে আগে ব্যাট করতে নেমে টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন এনামুল হক। ৭ ওভারের পাওয়ার প্লেতে ৫৯ রান করে গাজী গ্রুপ। পাওয়ার প্লে শেষ হওয়ার পর রানের লাগাম টানতে সক্ষম হয় আবাহনীর বোলাররা। একপর্যায়ে মাত্র ১৭ বলে ৩১ রান করে ফেলা এনামুল ফিফটি করতে গিয়ে খেলেন ৬৫ বল।

পঞ্চম উইকেটে ওয়াসি সিদ্দিকির সঙ্গে গড়েন ৫৭ রানের জুটি। তবে ২৫.৪ ওভারে মুমিনুলের বলে রিভার্স সুইপ করার চেষ্টায় পয়েন্টে ক্যাচ দেন এনামুল। ৬ চার ও ৩ ছক্কায় ৭৬ বলে ৬৮ রান করেন তিনি। ওয়াসির ব্যাট থেকে আসে ৪২ রান। শেষ দিকে আব্দুল গাফফার সাকলাইন যোগ করেন ২৭ রান। তাতে ১০ উইকেট হারিয়ে মাত্র ১৯৯ রান করে দলটি। আবাহনীর হয়ে বল হাতে ৩৮ রান দিয়ে ৪ উইকেট নেন মুমিনুল। তাতে ক্যারিয়ারের ৪৫৮ ম্যাচে প্রথমবারের মত এক ম্যাচে চার উইকেট নেওয়ার কৃতিত্ব গড়েন তিনি।

জবাবে ২০০ রানের লক্ষ্য তাড়ায় শুরুতে ধাক্কা খায় আবাহনী। তবে সেই ধাক্কা সামলে তৃতীয় উইকেটে ১৩১ রানের জুটি গড়ে তোলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ মিঠুন। দুজনের ব্যাটে সহজ জয়ের পথেই এগোচ্ছিল আবাহনী। তবে একই ওভারে দুজন বিদায় নিলে কপালে ভাজ পড়ে আবাহনীর।

তবে দলকে স্বস্তি দিতে মাঠে নামেন মুমিনুল হক। তার ২৫ বলে ২৮ রান আর মোসাদ্দেক হোসে সৈকতের ১৮ রানে শেষপর্যন্ত হার এড়িয়ে ২ উইকেটের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। গাজী গ্রুপের হয়ে বল হাতে ৩ উইকেট তুলে নেন শেখ জীবন।

সংক্ষিপ্ত স্কোর-
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ৩৫.১ ওভারে ১৯৯ ( এনামুল ৬৮, ওয়াসি ৪২; মুমিনুল ৩৮/৪)
আবাহনী লিমিটেড: ৩৫ ওভারে ২০০/৮ ( শান্ত ৪৩, মিঠুন ৭৬, মুমিনুল ২৪;৪৬/৩)
ফল: আবাহনী লিমিটেড ২ উইকেটে জয়ী
ম্যাচসেরা: মুমিনুল হক

খেলার দুনিয়া | ফলো করুন :