টি-টোয়েন্টির নেতৃত্বে আলোচনায় তাসকিন

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:৪০ পিএম | ২১ মার্চ, ২০২৫

বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছেন পেসার তাসকিন আহমেদ। টাইগারদের নেতৃত্ব নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সামনে দাঁড়িয়ে আছে দল, যেখানে তাসকিনের নাম উঠে এসেছে আলোচনায়।

বাংলাদেশের তিন ফরম্যাটের অধিনায়ক ছিলেন নাজমুল হোসেন শান্ত। তবে গত বছর টি-টোয়েন্টি ফরম্যাটের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ সিরিজে ইনজুরির কারণে দলে ছিলেন না শান্ত। সে সময় দায়িত্ব পান লিটন দাস, যার নেতৃত্বে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ করে টাইগাররা।

টি-টোয়েন্টি দলের স্থায়ী অধিনায়ক কে হবেন, তা নিয়ে আলোচনা চলছে। সম্ভাব্য অধিনায়কদের তালিকায় আছেন তাসকিন আহমেদও। বিসিবি থেকে আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ক্রিকেট বিশ্লেষকরা মনে করছেন, নেতৃত্ব দেওয়ার জন্য মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত এই পেসার।

এ প্রসঙ্গে তাসকিন আহমেদ বলেন, ‘এটা বোর্ডের সিদ্ধান্ত, বোর্ড যাকে বিবেচনা করবে সেই দায়িত্ব পাবে। আমি একজন খেলোয়াড় হিসেবে সবসময় এনজয় করতে চাই, দলের জন্য সেরাটা নিংড়ে দিতে চাই। তবে বোর্ড চাইলে অবশ্যই চেষ্টা করব।’

বাংলাদেশ জাতীয় দলে তাসকিন আহমেদের উত্থান ছিল চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে। ইনজুরি কাটিয়ে ফিরে তিনি দলের অন্যতম প্রধান পেসার হয়ে উঠেছেন। নেতৃত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে তিনি বলেন, ‘আল্লাহর রহমত, পরিবারের দোয়া এবং দলের সাপোর্ট সব মিলিয়ে একটু একটু করে বেড়ে উঠছি। নিজের জায়গা থেকে সবসময় উন্নতির চেষ্টা করছি এবং দেশের জন্য ভালো কিছু করতে চাই।’

এদিকে, তাসকিনের প্রতি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোরও আগ্রহ রয়েছে। আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টস নাকি তার সঙ্গে যোগাযোগ করেছে। তবে বিসিবির অনুমতি ছাড়া কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। বিসিবি যদি তাকে ফিট মনে করে, তবে এনওসি দেওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়কত্বের নতুন ঘোষণার অপেক্ষায় রয়েছে ক্রিকেটপ্রেমীরা। লিটন দাস, তাসকিন আহমেদ, কিংবা অন্য কোনো ক্রিকেটার—বোর্ড কাকে চূড়ান্ত করবে, সেটা সময়ই বলে দেবে।

খেলার দুনিয়া | ফলো করুন :