ব্রাজিলের বিপক্ষে মাঠে না নেমেও যেভাবে বিশ্বকাপ খেলবে মেসিরা
২০২৬ বিশ্বকাপকে ঘিরে এখন থেকেই তোড়জোড় শুরু করেছে আসরের বড় প্রতিদ্বন্দ্বী দেশগুলো। প্রথমবারের মতো মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া এই আসরে এবার প্রতিযোগিও বেশি। আগে যেখানে ৩২ দল অংশ নিত এবার সেখানে অংশ নেবে ৪৮ দল। তবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের কাছে সুযোগ আছে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগেই সরাসরি খেলার টিকেট নিশ্চিত করা।
আগামী ২৬ মার্চ বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আর তার আগেই মাঠে গড়াবে উরুগুয়ের সাথে বলিভিয়ার ম্যাচটি। আর এ ম্যাচেই নির্ধারিত হয়ে যাবে আলবিসেলেস্তাদের ভাগ্য। এ ম্যাচে বলিভিয়া হারলে মাঠে নামার আগেই আর্জেন্টিনার বিশ্বকাপ নিশ্চিত হবে। তবে যদি এই ম্যাচে বলিভিয়া জিতে অপেক্ষা করতে হবে স্কালোনির দলকে।
এবারের বাছাইপর্বের ১৩ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে নিয়ে টেবিলের ৭ নাম্বারে আছে দলটি। বিশ্বকাপ বাছাইয়ে দলটির আর বাকি আছে পাঁচ ম্যাচ। অর্থাৎ এই পাঁচ ম্যাচের সবগুলো জিতলে বলিভিয়ার পয়েন্ট হবে ২৮। আর ইতোমধ্যেই ১৩ ম্যাচে ২৮ পয়েন্ট আছে আর্জেন্টিনার কাছে। যদি পরের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে জিতে তাহলে আরো ২ পয়েন্ট আর ড্র করলে ১ পয়েন্ট পাবে তারা। অর্থাৎ পরের ম্যাচে ড্র করলেও বিশ্বকাপের টিকেট পেতে সমস্যা হবে না তাদের।
২০২৬ ফিফা বিশ্বকাপে দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে সরাসরি ৬টি দল বিশ্বকাপ খেলবে এবং অন্য দলটিকে খেলতে হবে প্লে–অফ। সেখানে তালিকার ৭ম স্থানে থাকা বলিভিয়ার পরের ম্যাচের ভাগ্যই বলে দিবে আর তাদের বাছাইপর্ব উতরানোর সম্ভাবনা কতটুকু।