কেন হারল কেকেআর, জানালেন অধিনায়ক

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:৫৮ পিএম | ২৩ মার্চ, ২০২৫

আইপিএলের প্রথম ম্যাচে ঘরের মাঠে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে নিজেদের যাত্রা শুরু করেছে কলকাতা নাইট রাইডার্স। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরুর পরেও এমন বড় ব্যবধানে হারের কারণ খুঁজছেন কলকাতা দলপতি অজিঙ্কা রাহানে। তার মতে মিডল অর্ডারের বিপর্যয়ের কারণে হার নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদেরকে।

ইডেনে গতকাল ৬৬ হাজার দর্শকের বড় একটা অংশ বড় চমকের আশায় ছিল। ঘরের মাঠে কলকাতার কাছ থেকেই সেরা পারফরম্যান্স পাবেন- সেটাই ছিল প্রত্যাশিত। শুরু দিকে আশা জাগিয়েও শেষপর্যন্ত তা রক্ষা করতে পারল না কেকেআর। প্রথম ১০ ওভারে ১০৭ রান তুলা কেকেআর মিডল অর্ডার বিপর্যয়ের কারণে তারা থেমেছে ১৭৪ রানে। ১৭৫ রানের লক্ষ্য তাড়ায় বিরাট কোহলি আর ফিল সল্ট ঝড়ে লন্ডভন্ড হয়ে গেল কেকেআর শিবির। ২২ বল বাতি থাকতে জয় তুলে নেয় আরসিবি।

ভাল শুরুর পরও কেনো হারল দল এ প্রশ্নের উত্তরে রাহানে জানান,‘ ১৩ ওভার পর্যন্ত খুব ভাল ব্যাট করছিলাম। কিন্তু তার পর দুই/তিনটা উইকেট পড়ে গেল। আর সেখানে খেলা ঘুরে গেল। পরের ব্যাটারেরা তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করলেও পারেনি।’

তিনি আরো বলেন, ‘যখন আমি আর বেঙ্কটেশ ব্যাট করছিলাম, তখন ২০০-২১০ রান করার কথা ভাবছিলাম। কিন্তু পর পর কয়েকটা উইকেট পড়ায় রান তোলার গতি কমে যায়। আর ইডেনে ২০০ রানের বেশি না করলে জেতা যায় না। সেটাই হল। তাছাড়া সামান্য শিশির পড়ছিল। কিন্তু ওরা পাওয়ার প্লে-তে খুব ভাল ব্যাট করেছে। ওরা জানত লক্ষ্য খুব বড় নয়। তাই কাজটা ওদের পক্ষে সহজ হয়েছে।’

অবশ্য এ ম্যাচ হারে তেমন কিছু দেখছেন না রাহানে। তার মতে, মাত্র আইপিএল শুরু হল। প্রথম ম্যাচ হেরেছি। এই হার নিয়ে খুব বেশি ভাবতে চাই না। তবে হ্যাঁ, কয়েকটা জায়গায় উন্নতি করতে হবে। এই হার থেকে দ্রুত শিক্ষা নিয়ে পরের ম্যাচে নামতে চাই।’

এদিকে আগুন ঝরা ব্যাটিংয়ে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়া ফিল সল্টও নিজের সাবেক দলকে নিয়ে সাফ জবাব দিলেন। গতকাল ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলা সল্ট জানান, গত বছর কেকেআরে সময়টা খুব ভাল কেটেছিল। আমরা ট্রফিও জিতেছিলাম। তবে এখন আর কোনও বন্ধু নেই। আমার কাজ ছিল শুধু দাঁড়িয়ে থেকে মারার বলে মারা। ওটাই পার্থক্য গড়ে দিয়েছে। ব্যাট করতে নামার আগে সেটাই আলোচনা করেছিলাম।’

খেলার দুনিয়া | ফলো করুন :