ধোনি বললেন, ‘আমি হুইলচেয়ারে থাকলেও, চেন্নাই আমাকে দলে নেবে’

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০২:৩৯ পিএম | ২৩ মার্চ, ২০২৫

চেন্নাই সুপার কিংসের অবিসংবাদিত নেতা বলাই যেতে পারে মহেন্দ্র সিং ধোনিকে। আইপিএলের শুরু থেকেই যতবার চেন্নাই আইপিএল খেলেছে ততবারই দলটির হয়ে মাঠে নেমেছেন তিনি। মাঝে দুই আসর চেন্নাই নিষেধাজ্ঞায় থাকায় কেবল সেই দুই আসর খেলেছেন পুনে সুপার জায়ান্টসের হয়ে। তার অধিনায়কত্বে সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে চেন্নাই।

২০২০ সালে ধোনি আন্তর্জাতিক ক্যারিয়ার থেকে বিদায় নিয়েছেন। তবে সমান তালে এখনও খেলে যাচ্ছেন আইপিএলে। চেন্নাই ভক্তরাও চান ধোনি ফ্র্যাঞ্চাইজিটির হয়ে আরও খেলা চালিয়ে যাক। আইপিএলকে কবে বিদায় বলবেন এটা নিয়ে আগে কখনো কথা বলেননি ধোনি। অবশেষে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অবসর নিয়ে মুখ খুললেন ৪৩ বছর বয়সী এই উইকেটরক্ষক ব্যাটার। ধোনি জানালেন তিনি চেন্নাইয়ের হয়ে যতদিন ইচ্ছা খেলতে পারেন।


জিওহটস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে ধোনি বলেন,‘আমি চেন্নাইয়ের হয়ে যতদিন ইচ্ছা খেলতে পারি। এটা আমার ফ্র্যাঞ্চাইজি। আমি যদি হুইলচেয়ারেও থাকি তবুও তারা আমাকে দলে নেবে।’

ধোনির নেতৃত্বে ২০১০,২০১১,২০১৮,২০২১ ও ২০২৩ সালে আইপিএল শিরোপা ঘরে তোলে চেন্নাই। এবারের আসরে চেন্নাইয়ের অধিনায়কত্ব সামলাবেন রুতুরাজ গায়কোয়াড। নিজেদের প্রথম ম্যাচে আজ রাত ৮ টায় মুখোমুখি হবে আইপিএল ইতিহাসে সবচেয়ে সফল দুই দল চেন্নাই সুপার কিংস ও মুম্বাই ইন্ডিয়ান্স।

খেলার দুনিয়া | ফলো করুন :