তাসকিনকে নয়, শার্দুলকে দলে নিল লখনৌ
আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল দিল্লী ক্যাপিটালসের বিপক্ষে মাঠে নামবে লখনৌ সুপার জায়ান্টাস। চোটের কারণে আসর থেকে ছিটকে গেছেন পেসার মহসিন খান। তার বিকল্প হিসেবে এবার এমন এক খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে লখনৌ যে কিনা নিলামে অবিক্রীত থেকে গেছেন। আসরে কেউ চোটে পড়লে তার স্থানে বাংলাদেশি পেসার তাসকিন আহমেদের খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত মুম্বাইয়ের পেসার শার্দুল ঠাকুরকে দলে নিয়েছে এলএসজি।
চোটের কারণে চলতি আইপিএলে খেলার সম্ভাবনা নেই মহসিনের। মাঠে ফিরতে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন তিনি। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে মহসিন এখন ৫০ শতাংশ ফিট। মাঠে নামতে আরও পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে তার। তাই ঝুঁকি না নিয়ে শার্দুলের সঙ্গে চুক্তি করলেন লখনউ কর্তৃপক্ষ। ২ কোটি টাকা দিয়ে দলে নেওয়া হয়েছে মুম্বাইয়ের ক্রিকেটারকে। গতকাল শনিবার বিকালে ফিটনেস রিপোর্ট হাতে পাওয়ার পর সই করানো হয়েছে তাকে।
তাতে যোগদানের পর লখনৌর পেসার বিভাগকে নেতৃত্ব দেবেন শার্দুল ৷ বিদেশি পেসার হিসেবে স্কোয়াডে আছেন শামার জোসেফ । পাশাপাশি ভারতের তরুণ তুর্কিদের মধ্যে রয়েছেন রাজবর্ধন হাঙ্গারগেকার এবং প্রিন্স যাদবরা।
এদিকে তাসকিনকে ডাকার সুযোগ থাকলেও তার চেয়ে শার্দুলকে দলের জন্য বেশি ফিট বলে মনে করছে সঞ্জীব গোয়েনকারের দলটি। আইপিএলে এখন পর্যন্ত পাঞ্জাব কিংস, রাইজিং পুনে সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে খেলেছেন তিনি। যেভাবে ৯৫ ম্যাচে বল হাতে তুলে নিয়েছেন ৯৪ উইকেট। আর ব্যাট হাতে খেলেছেন ৬৮ রানের ইনিংস। তাতে তাসকিনের চেয়ে একটু এগিয়ে থাকায় কপাল খুলেছে তার।