এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার পাকিস্তানের

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:৩৯ পিএম | ২৩ মার্চ, ২০২৫

আগের ম্যাচে রেকর্ড করা জয়। ঠিক তার পরের ম্যাচেই আবারও ব্যাটিং বিপর্যয়। পাকিস্তান দলটাকে এজন্যই ক্রিকেটে সবচেয়ে ‘আনপ্রেডিক্টেবল’ দল বলা হয়। তৃতীয় টি-টোয়েন্টিতে অবিশ্বাস্য জয়ের পর চতুর্থ টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১১৫ রানে হেরেছে দলটি।

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে বে-ওভালে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২২০ রান করে স্বাগতিক নিউজিল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে কিউই বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তান ব্যাটাররা। ১৬.২ ওভারেই মাত্র ১০৫ রানে অল-আউট হয়েছে তারা। আর তাতেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিলো স্বাগতিকরা।

২২১ রানের পাহাড় সমান লক্ষ্যে ব্যাট করতে নেমে পাওয়ার প্লেতেই ৫ উইকেট হারায় পাকিস্তান। আগের ম্যাচে সেঞ্চুরি করা হাসান নাওয়াজ ফিরেছেন মাত্র ১ রান করে। অধিনায়ক আগা সালমানও এদিন ব্যর্থ। করেছেন মাত্র ১ রান। আরেক ওপেনার মোহাম্মদ হারিস ফিরেছেন মাত্র ২ রানে। দলীয় সর্বোচ্চ ৪৪ রান করেছেন আব্দুল সামাদ। পাকিস্তানের ৮ জন ব্যাটারই আউট হয়েছেন ১ অঙ্কের ঘরে। আর তাতেই মাত্র ১০৫ রানে থেমে যায় সফরকারীরা।

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই বড় সংগ্রহের ভিত গড়ে দেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টিম শেইফার্ট ও ফিন অ্যালেন। দুজনে মিলে গড়েন ৫৯ রানের জুটি। শেইফার্ট ২২ বলে ৪৪ ও অ্যালেন ২০ বলে করেন ৫০ রান। শেষে মাইকেল ব্রেসওয়েলের ২৬ বলে ৪৬ রানের সুবাদে ২২০ রানের বড় সংগ্রহ পায় কিউইরা।

এ ম্যাচ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় নিশ্চিত করলো স্বাগতিক নিউজিল্যান্ড। প্রথম দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচে হেরেছিল ৯ উইকেটে। তবে আবারও ঘুরে দাঁড়ালো ব্রেসওয়েলের দল। আগামী ২৬ মার্চ সিরিজের পঞ্চম এবং শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল। 

খেলার দুনিয়া | ফলো করুন :