‘ড্রেসিংরুমের কথা বাইরে আসা অনুচিত’: লিটন
চলতি বছরের মে মাসে পাকিস্তানে সঙ্গে ৫ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে ইসলামাবাদ সফর করবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ফিউচার ট্যুর প্ল্যান(এফটিপি) অনুযায়ী এই সিরিজ খেলবে টাইগাররা। চলতি বছরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারের পর টি টোয়েন্টির নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন বর্তমান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দলকে পরবর্তীতে নেতৃত্ব কে দিবেন সে আলোচনায় উঠে আসছে টাইগার ব্যাটার লিটন দাসের নাম।
দলের অধিনায়কত্ব গ্রহণ ও সাম্প্রতিক পারফরম্যান্স সহ নানা বিষয়ে আজ রোববার গণমাধ্যমে কথা বলেন লিটন। সেখানে উঠে আসে দলের অধিনায়কত্ব গ্রহণ করলে কীভাবে নেতৃত্ব দিবেন তিনি। অধিনায়ক হলে কীভাবে দলকে সামলাবেন এমন প্রশ্নের উত্তরে লিটন বলেন,‘আমি দলকে গাইড করতে পারব, মোটিভেট করতে পারব তবে আমি কারো পারফরম্যান্স আনতে পারব না। কারণ জয়টা একক প্রচেষ্ট নয়। আমি আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতাগুলো, থট-প্রসেসগুলো দলের সঙ্গে শেয়ার করতে বেশ পছন্দ করি। যে কারণে দলকে নেতৃত্ব দিতে পারলে ভাল লাগবে।’
বিসিবি থেকে টি টোয়েন্টির অধিনায়কত্বর ব্যাপারে যোগাযোগ করা হয়েছে কিনা জানতে চাইলে লিটন বলেন, এখনো তেমন কিছু হয় নি। যদি বোর্ড আমাকে যোগ্য মনে করে তাহলে আমার সমস্যা হবে না।’ দলে পরিবর্তন আনা নিয়ে তিনি বলেন,‘ক্রিকেট অবশ্যই দলের গেম। তবে আমি মনে করি পরিবর্তন আনতে খেলোয়াড়দের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি পরিবর্তন করতে হবে।’
ড্রেসিংরুমের খবর বাইরে চলে আসা বন্ধ করা নিয়ে তিনি জানান,‘প্রথমত এটা বাইরে আসা উচিতই না। আমি ক্যাপ্টেন থাকি বা নাই থাকি। কারণ ঘরের কথা বাইরে না আসাই ভাল। ড্রেসিংরুমের খবরটা বাইরে যেন না যায়,এটা ক্রিকেটের জন্য ভালো না।’
আলোচনার এক পর্যায়ে দলের উদীয়মান পেসার নাহিদ রানাকে নিয়ে কথা বলেন ৩০ বছর বয়সী এই ব্যাটার। তিনি বলেন,‘নাহিদ বাংলাদেশের এক্স ফ্যাক্টর হতে পারে যদি তাকে ভালোমতো গাইড করা যায়। শুধু গাইডলাইন না, তারও উন্নতির জায়গা থাকবে। সে নিজেকে ঐ জায়গায় নিতে কতটা চাচ্ছে এটা অনেক বড় প্রশ্ন। সবাই গাইড করলে আর নিজে যদি চায় ও বাংলাদেশের এক্স ফ্যাক্টর হতে পারে।’
সতীর্থ হিসেবে সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকেও মূল্যায়ন করেন লিটন। তিনি জানান, 'টিম মেট হিসেবে তো খুবই ভালো, পজিটিভ একজন মানুষ। ক্যাপ্টেন হিসেবে উনার অধীনে অনেক ম্যাচ খেলেছি। বাংলাদেশের একজন গ্রেট প্লেয়ার যার সিদ্ধান্ত নেওয়া আর সাহস অন্যদের চেয়ে আলাদা