ভেঙে গেল কোয়াবের আগের কমিটি, নতুন কমিটিতে নান্নু-বাশার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:১০ পিএম | ২৩ মার্চ, ২০২৫

বাংলাদেশের পেশাদার ক্রিকেটারদের স্বার্থ নিয়ে কাজ করা সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এর বর্তমান কমিটি ভেঙে দেওয়া হয়েছে। গঠন করা হয়েছে ৫ সদস্যের নতুন অ্যাডহক কমিটি। আলোচনা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন আকরাম খান। 

বেশ কিছুদিন ধরেই কোয়াবের কমিটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল। গুঞ্জন উঠেছিল দেশের ক্রিকেটাররা বর্তমান কমিটির কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে নতুন কমিটি চাচ্ছেন। সে গুঞ্জন সত্যি হলো। যার ফলে এতদিন সংগঠনটির সভাপতি  থাকা নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পালের অধ্যায়ের শেষ হলো। নতুন অ্যাডহক কমিটির প্রধান করা হয়েছে সেলিম শাহেদকে।

বৈঠক শেষে অ্যাডহক কমিটির প্রধান সেলিম বলেন, ‘আমরা একটি স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের দিকে এগোচ্ছি। নতুন করে সংবিধান প্রণয়ন করা হবে এবং নির্বাচনের জন্য একটি গাইডলাইন তৈরি করা হবে। আমাদের মূল লক্ষ্য হবে কোয়াবের কার্যক্রমকে আরও কার্যকর করা এবং ক্রিকেটারদের কল্যাণে সংগঠনটি যেন আরও শক্তিশালী ভূমিকা রাখতে পারে, সেটি নিশ্চিত করা।’

নতুন কমিটি নিয়ে আকরাম বলেন, 'আমরা কিছু সিনিয়র খেলোয়াড় এবং কিছু বর্তমান খেলোয়াড়দের সাথে বসেছিলাম। ক্রিকেটারদের নিয়ে বসেছিলাম যেন কোয়াবকে নিয়ে একটা সুন্দরভাবে একটা কিছু করতে পারি। সেজন্য সবার মতামত নিয়েই কিছু সিদ্ধান্ত নিয়েছি। গত কমিটি যেটা ছিল ওটা আপাতত স্থগিত রেখে আবার নতুনভাবে কমিটি করা হয়েছে।'

তিনি আরও যোগ করেন, 'আমরা কমিটির প্রধান করেছি সেলিম শাহেদকে। আর নিয়ামুর রশিদ রাহুল আছে, মিনহাজুল আবেদিন নান্নুকে রেখেছি। হাবিবুল বাশার সুমনকে রেখেছি এবং দেবব্রত পাল আছে। এ ছাড়া বাকি আটটা ডিভিশন থেকে আটটা ক্যাপ্টেন নিয়ে একটা অ্যাডহক কমিটি করেছি। এরাই ভবিষ্যতে সিদ্ধান্ত নেবে কিভাবে কি করবে।'

এর আগে ২০২৩ সালের ২০ মে বিসিবিতে বেশ ঘটা করেই কোয়াবের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছিল। সেখানে বিসিবির সাবেক সভাপতি নাজমুল হাসান পাপনের সভাপতিত্বে জয়ী হয়ে নাঈম রহমান ও দেবব্রত পাল বর্তমান কমিটির দায়িত্ব গ্রহণ করেছিলেন।

খেলার দুনিয়া | ফলো করুন :