২০ ওভারে হায়দ্রাবাদের ২৮৬!
সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিংয়ে নামলে প্রতিপক্ষ বোলারদের উপর যে আগ্রাসন চালাবে এটা সহজেই অনুমেয়। গত আসর থেকেই দলটি প্রতিপক্ষের বোলারদের শাসন করে আসছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে যেই ধারা অব্যাহত রেখেছে দলটি। নিজেদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসকে ২৮৭ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছে হায়দ্রাবাদ।
আইপিএলে দিনের প্রথম ম্যাচে হায়দ্রাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে হায়দ্রাবাদ। দলীয় সর্বোচ্চ অপরাজিত ১০৬ রান করেছেন উইকেটরক্ষক ব্যাটার ইশান কিষাণ।
ব্যাটিংয়ে নেমে বরাবরের মত দলকে উড়ন্ত সূচনা এনে দেন দু্ই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। ৩.১ বলে অভিষেকের বিদায়ের সময় দলের রান ছিল ৪৫। তার ব্যাট থেকে আসে ১১ বলে ২৪ রান। এরপর মাত্র ৩৯ বলে ৮৫ রানের জুটি গড়েন ইশান ও হেড। ৩১ বলে ৬৭ রান করে ফিরে যান হেড। তবে থেমে থাকেনি ইশানের ব্যাট। রাজস্থান বোলারদের রীতিমতো শাসন করেছেন এই ব্যাটার। ৪৫ বলে তুলে নিয়েছেন এবারের আসরের প্রথম সেঞ্চুরি। নিতিশ কুমার রেড্ডি ৩০ ও হেনরিক ক্লাসেনের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ৩৪ রান।
রাজস্থানের হয়ে তুষার দেশপান্ডে নিয়েছেন তিন উইকেট। এছাড়া দুই উইকেট নিয়েছেন মহেশ থিকশানা। তবে ৪ ওভারে দিয়েছেন ৫২ রান। সবচেয়ে খরুচে বোলার ছিলেন জোফরা আর্চার। ৪ ওভার বল করে ৭৬ রান দিয়েছেন এই ইংলিশ পেসার যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ।
গত আসরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আইপিএল ইতিহাসের সর্বোচ্চ ২৮৭ রান করেছিল দলটি। এবার মাত্র এক রানের জন্য নিজেদের রেকর্ড ভাঙতে পারলো না হায়দ্রাবাদ।