রাজস্থানকে হারিয়ে হায়দরাবাদের শুভসূচনা
আইপিএলে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড ২৬২। গত আসরেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে কিংস ইলেভেন পাঞ্জার করেছিল এই রেকর্ড। রাজস্থান রয়্যালসের আজ সানরাইজার্স হারদ্রাবাদের সঙ্গে জিততে সেই রেকর্ডই ভাঙতে হতো। তবে আজ আর কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। প্রত্যাশিত জয় নিয়েই মাঠে ছেড়েছে প্যাট কামিন্সের দল।
আইপিএলে দিনের প্রথম ম্যাচে হায়দরাবাদের রাজিব গান্ধি স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৮৬ রান করেছে হায়দরাবাদ। জবাবে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২৪২ এর বেশি করতে পারেনি রাজস্থান। আর তাতেই ৪৪ রানের জয় পেয়েছে হায়দরাবাদ।
২৮৭ রানের বিশাল লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই হোচট খায় রাজস্থান। ওপেনার যশস্বী জয়সোয়াল ফিরে গেছেন মাত্র ১ রান করে। অধিনায়ক রিয়ান পরাগও ব্যাট হাতে ব্যর্থ এদিন। করেছেন মাত্র ৪ রান। নিতিশ রানা ফিরেছেন মাত্র ১১ রান করে। তবে এরপর ঘুরে দাঁড়ায় রাজস্থান। ধ্রুব জুরেল ও সান্জু স্যামসন গড়েন ১১১ রানের জুটি। ৬৬ রান আসে স্যামসনের ব্যাট থেকে আর জুরেল ফিরে যান ৭০ রান করে। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি রাজস্থান। শেষে সিমরন হেটমায়ার ও শিভাব দুবের ৮০ রানের জুটি কেবল হারের ব্যবধানই কমিয়েছে।
ব্যাটিংয়ে নেমে বরাবরের মত দলকে উড়ন্ত সূচনা এনে দেন দু্ই ওপেনার অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। ৩.১ বলে অভিষেকের বিদায়ের সময় দলের রান ছিল ৪৫। তার ব্যাট থেকে আসে ১১ বলে ২৪ রান। এরপর মাত্র ৩৯ বলে ৮৫ রানের জুটি গড়েন ইশান ও হেড। ৩১ বলে ৬৭ রান করে ফিরে যান হেড। তবে থেমে থাকেনি ইশানের ব্যাট। রাজস্থান বোলারদের রীতিমতো শাসন করেছেন এই ব্যাটার। ৪৫ বলে তুলে নিয়েছেন এবারের আসরের প্রথম সেঞ্চুরি। নিতিশ কুমার রেড্ডি ৩০ ও হেনরিক ক্লাসেনের ব্যাট থেকে এসেছে ১৪ বলে ৩৪ রান।
রাজস্থানের হয়ে তুষার দেশপান্ডে নিয়েছেন তিন উইকেট। এছাড়া দুই উইকেট নিয়েছেন মহেশ থিকশানা। তবে ৪ ওভারে দিয়েছেন ৫২ রান। সবচেয়ে খরুচে বোলার ছিলেন জোফরা আর্চার। ৪ ওভার বল করে ৭৬ রান দিয়েছেন এই ইংলিশ পেসার যা আইপিএল ইতিহাসে সর্বোচ্চ।
সংক্ষিপ্ত স্কোর
সানরাইজার্স হায়দরাবাদ: ২৮৬/৬ ( ইশান কিষাণ ১০৬, ট্রাভিস হেড ৬৭)
রাজস্থান রয়্যালস: ২৪২/৬(ধ্রুব জুরেল ৭০, স্যামসন ৬৬)
ফল: ৪৪ রানে জয়ী হায়দরাবাদ
ম্যাচসেরা: ইশান কিষাণ