আরও দুই স্টেডিয়ামের নাম পরিবর্তন

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৯:১৫ পিএম | ২৩ মার্চ, ২০২৫

জুলাই বিপ্লবের পর পরিবর্তনের হাওয়া লেগেছে দেশের সর্বস্তরে। যার মাঝে অন্তর্ভুক্ত দেশের ক্রীড়াঙ্গনও। গতমাসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে করা হয়েছিল জাতীয় স্টেডিয়াম। এবার আরও দুইটি আন্তর্জাতিক স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। 

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের নাম বদলে নতুন নাম করা হয়েছে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম। আর নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নাম বদলে হয়েছে শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

গত জুলাইয়ে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় ছাদে খেলতে গিয়ে মাথায় গুলি লাগে ছয় বছরের রিয়া গোপের। পাঁচ দিন পর সে বিদায় নেয় পৃথিবী থেকে। কদিন আগে ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সের নাম বদলে করা হয়েছে রিয়া গোপ মহিলা ক্রীড়া কমপ্লেক্স। এবার তার স্মরণে নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের নাম বদলে হলো শহীদ রিয়া গোপ ক্রিকেট স্টেডিয়াম।

গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু স্টেডিয়ামের নাম বদল করেছে। ১২ ফেব্রুয়ারি ১৫০ টি উপজেলা পর্যায়ে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের নাম বদলে স্ব–স্ব উপজেলার নামে এগুলোর নতুন নামকরণ হয়েছিল।

খেলার দুনিয়া | ফলো করুন :