ট্রফিতে মার্শের পা, শামির হৃদয়ে রক্তক্ষরণ

ট্রফিতে মার্শের পা, শামির হৃদয়ে রক্তক্ষরণ

কোটি ভারতীয় ক্রিকেটপ্রেমীর হৃদয় ভেঙে রেকর্ড ষষ্ট শিরোপা উঁচিয়ে ধরেছে অস্ট্রেলিয়া। অথচ শিরোপা জিতেও যেন নেই উদযাপনে কোনো অনাড়ম্বর। যেই ট্রফির জন্য এত লড়াই সেই স্বপ্নের ট্রফিতে পা তোলে ছবি পোস্ট করেন অজি তারকা মিচেল মার্শ। যা মানতে পারছেন না অনেকেই। এবার সেটি নিয়েই কথা বলেছেন ভারতের অন্যতম পেসার মোহাম্মদ শামি।

শিরোপা জিততে না পারায় এমনিতেই হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে ভারতীয় ক্রিকেটারদের। এরপর যখন মার্শের ওই ছবিটি তাদের সামনে পড়েছে নিশ্চয় তা মন খারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। কেননা, এই শিরোপা জিতলে যে মাথায় করে রাখার কথা ছিল তাদের।

মার্শের ওই ছবিটি যে কষ্ট দিয়েছে শামিকে তা অকপটে স্বীকার করেছেন এই তারকা পেসার। বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি এই বোলার বলেন, ‘ছবিটা দেখে আমি খুব কষ্ট পেয়েছি। এই ট্রফির জন্য গোটা বিশ্ব লড়াই করে। সবাই চায় এই ট্রফিকে মাথার উপর তুলে ধরতে। অথচ সে এই ট্রফির উপরেই পা রেখেছে। এই ছবি কখনওই আমাকে খুশি করতে পারে না।’

বিশ্বকাপ ট্রফি নিয়ে সবসময়ই বেশ আবেগী হতে দেখা যায় বিশ্বকাপ জয়ীদের। কপিল দেব ভারতকে বিশ্বকাপ জিতিয়ে সেটা মাথায় নিয়েছিলেন। বুঝিয়েছিলেন এর স্থান কত উপরে। কাতার বিশ্বকাপ জয়ের পর তো সেই ট্রফি হাতছাড়াই করতে চাননি মেসি। ট্রফিকে নিজের সঙ্গে নিয়েই ঘুমিয়েছেন। যা সকলেরই প্রশংসা কুড়িয়েছিল সে সময়। আর মার্শ যেটা করেছেন তাতে ভারতের দুঃখটা যেন বেড়েছে বহু গুণে।

সম্পর্কিত খবর