তামিমের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০২:২৯ পিএম | ২৪ মার্চ, ২০২৫

বিকেএসপিতে খেলতে গিয়ে হঠাৎ স্ট্রোক করে অসুস্থ হওয়া বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক তামিম ইকবালের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (২৪ মার্চ) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়েছে।

প্রেস উইং জানান, প্রধান উপদেষ্টার পক্ষে ডেপুটি প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন।

নিজাম উদ্দিন জানান, হার্ট অ্যাটাকের পর তামিমকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং ক্রিকেট আইকনের শারীরিক অবস্থা জানতে তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করা হয়। বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং খেলোয়াড়ের চিকিৎসার জন্য যে কোনো সহায়তা দিতে প্রস্তুত।

তামিম ইকবালের শারীরিক অবস্থা সম্পর্কে প্রধান উপদেষ্টাকে নিয়মিত তথ্য প্রদান করবে বিসিবি।

ঢাকা প্রিমিয়ার লিগের খেলতে নেমে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। তার অবস্থা এতটাই খারাপ যে তাকে নিকটস্থ কেপিজে স্পেশালাইজড হাসপাতাল ও নার্সিং কলেজের লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর তামিমের হার্টে ব্লক ধরা পড়ে। এরই মধ্যে তার হার্টে পরানো হয়েছে একটি রিং।

আজ ডিপিএলের ম্যাচ খেলতে শাইনপুকুরের বিপক্ষে মোহমেডানের অধিনায়ক হিসেবে টসে নেমেছিলেন তামিম। তবে এরপরই বুকে ব্যথা অনুভব করতে শুরু করেন। যার কারণে পরবর্তীতে ফিল্ডিং করতেও মাঠে নামেননি। তবে অবস্থা ধীরে ধীরে খারাপের দিকে যেতে থাকে।

তামিম ইকবালের অবস্থা গুরুতর হলে তাকে ঢাকায় আনার পরিকল্পনা করে তার ক্লাব মোহামেডান। সে কারণে বিকেএসপিতে এয়ার অ্যাম্বুলেন্সও নেওয়া হয়। কিন্তু হেলিকপ্টারে নেওয়ার অবস্থায় ছিলেন না বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক।

বলা দরকার, তামিম বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে এবং ৭৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বিভিন্ন পর্যায়ে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।

খেলার দুনিয়া | ফলো করুন :