তামিমের জন্য প্রার্থনায় মাশরাফি, মালিঙ্গা ও শাহরুখের দল

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:১৩ পিএম | ২৪ মার্চ, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগে ( ডিপিএলে) খেলতে নেমে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। তার অবস্থা এতটাই খারাপ যে তাকে নিকটস্থ হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর ব্লক ধরা পড়ায় তামিমের হার্টে রিং পরানো হয়েছে। তামিমের অসুস্থতার খবরে স্তব্ধ হয়ে গেছে গোটা দেশ।

তবে তামিমের এই গুরুতর অসুস্থতার খবর দেশের মাঝেই সীমাবদ্ধ নেই। দেশের গন্ডি ছাড়িয়ে তা পৌঁছে গেছে প্রতিবেশি দেশগুলোতেও। তামিমের জন্য দোয়া করেছেন তার সাবেক সতীর্থ থেকে শুরু করে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স ও শ্রীলংঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গা। 

তামিমের অসুস্থতায় বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা লিখেছেন, তোর কাছে যেতে পারলাম না ভাডি। মহান আল্লাহ তোর সহায় হোন। দ্রুত সুস্থ হয়ে ফিরে আয় ইনশাল্লাহ। কলকাতা নাইট রাইডার্স তাদের অফিশিয়াল ফেসবুক পেজে লিখেছে, দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ইকবাল। পুরো ক্রিকেট মহল তোমার জন্য প্রার্থনা করছে। মালিঙ্গা লিখেছেন, তামিমের দ্রুত এবং পরিপূর্ণ সুস্থতার জন্য শুভকামনা। লড়াই করে যাও, যেমনটা তুমি ক্রিকেট মাঠে সবসময়ই করে থাকো।

বাদ যাননি দেশের বর্তমান ক্রিকেটাররাও। নিজের ফেসবুক পেজে তাসকিন আহমেদ লিখেছেন, তামিম ইকবাল ভাই সাভারে বিকেএসপিতে ম্যাচ চলাকালীন গুরুতর অসুস্থ হয়ে পড়েন এবং তার অবস্থা আরও খারাপ হয়েছে। সে এখন লাইফসাপোর্টে। দয়ে করে তার এই কঠিন সময়ে তার জন্য সকলে প্রার্থনা করুন। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিক।’
চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, বাংলাদেশ ক্রিকেটের গর্ব তামিম ইকবালের দ্রুত সুস্থতা কামনা করছি। প্রার্থনা করি, আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনুন। দোয়া চেয়ে শরিফুল ইসলাম লিখেছেন, তামিম ভাই, আপনি শিগগিরই সুস্থ হয়ে উঠুন। আমরা আপনার ফিরে আসার অপেক্ষায় আছি। সবাই মিলে তামিম ভাইয়ের  দ্রুত সুস্থতার জন্য দোয়া করি।

তামিমকে নিয়ে লিটন লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ভাই। দ্রুত সুস্থতার জন্য আপনাকে শুভকামনা। আমাদের প্রার্থনা আপনার সঙ্গেই আছে। বাদ যাননি মেহেদি হাসান মিরাজও। তিনি লিখেছেন, হৃদরোগে আক্রান্ত হয়ে লাইফ সার্পোটে ভর্তি তামিম ইকবাল ভাই। যেভাবে ক্রিজে আপনি ছিলেন অটল, তেমনি এই কঠিন সময়ে আপনার সাহস ও দৃঢ়তার মাধ্যমে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন, এটাই আমি তথা পুরো দেশবাসী বিশ্বাস করি। মহান রাব্বুল আলামিন আপনাকে দ্রুত সুস্থ করে দিন, আমিন। 

এছাড়া তামিমের জন্য দোয়া চেয়েছেন  এনামুল হক বিজয় ও মোস্তাফিজুর রহমানও। বিজয় তার ফেসবুক পেইজে লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ভাই। আপনার দ্রুত সুস্থতার জন্য দোয়া করি। শক্ত হন,আমাদের চিন্তা এবং দোয়া আমার সঙ্গেই আছে। মোস্তাফিজুর লিখেছেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন তামিম ইকবাল ভাই। গোটা দেশ আপনার জন্য প্রার্থনা করছে। 

তামিমের অবস্থা এখন কিছুটা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক। তামিমের অসুস্থতা নিয়ে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালের ডিরেক্টর ড. রাজিব গণমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, 'একটা হার্ট অ্যাটাক হয়েছিল এটার জন্য একটা এনজিওগ্রাম, এনজিওপ্লাস্ট এবং স্ট্রেন্থ করা হয়। এটা খুবই স্মুথলি এবং এফিসিয়েন্ট হয়েছে। আমাদের যে কার্ডিওলজিস্ট ডক্টর মারুফ আছেন ওনি করেছেন। খুব ভালো হয়েছে ব্লকটা পুরোপুরি চলে গেছে এখন। আমরা যেমনটি বলছিলাম একটু ক্রিটিক্যাল কন্ডিশনে ছিল, এখন উনি অবজারভেশনে আছেন। একটু সময় লাগবে। আমরা সবাই উনার জন্য প্রাণপণে চেষ্টা করছি।’

খেলার দুনিয়া | ফলো করুন :