তামিমের অসুস্থতার দিনে জিতল তার দল
কখনো কখনো ক্রিকেট নিষ্ঠুরতায় কল্পনাকেও হার মানায়। একদিকে দল মাঠে জয়ের জন্য লড়াই করছে অন্যদিকে দলটির অধিনায়ক হাসপাতালে লড়াই করছেন মৃত্যুর সঙ্গে। তবে এমন দিনেও জয় নিয়ে মাঠ ছেড়েছে তামিম ইকবালের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে হারিয়েছে ৭ উইকেটে।
ঢাকা প্রিমিয়ার লিগে ( ডিপিএলে) অষ্টম রাউন্ডে মোহামেডানের হয়ে টস করতে আসেন তামিম। এরপরই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে তাকে চলে যেতে হয় লাইফ সাপোর্টে। বিকেএসেপির এই ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ৪৯.৫ ওভারে ২২৩ রান করে শাইনপুকুর। জবাবে ব্যাট করতে নেমে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে ৭ উইকেট হাতে রেখেই জয় পায় মোহামেডান।
২২৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই ১৬৪ রানের জুটি গড়েন মিরাজ ও রনি তালুকদার। রনি ৬১ করে ফিরে গেলেও মিরাজ তুলে নেন আসরে তার প্রথম শতক। আউট হওয়ার আগে করেন ৮৬ বলে ১০৩ রান। আর তাতেই জয় তুলে নেয় মোহামেডান।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে ১০০ রানের আগেই ৫ উইকেট হারায় শাইনপুকুর। দলীয় সর্বোচ্চ ৭৭ রান এসেছে রায়ান রাফসানের ব্যাট থেকে। শরিফুল ইসলাম করেছেন ৫৭ রান। আর তাতেই ২২৩ রানে থেমে যেতে হয় শাইনপুকুরকে।
ম্যাচসেরা হয়েছেন ৮৬ বলে ১০৩ রান করা মেহেদি হাসান মিরাজ।
সংক্ষিপ্ত স্কোর
শাইনপুকুর স্পোর্টিং ক্লাব: ২২৩/১০ ( রায়ান রাফসান ৭৭, শরিফুল ইসলাম ৫৭)
মোহামেডান ক্রিকেট ক্লাব: ২২৭/৩
ফল: ৭ উইকেটে জয়ী মোহামেডান
ম্যাচসেরা: মেহেদী হাসান মিরাজ