তামিমের জন্য দেশবাসীর কাছে বিসিবি ও পরিবারের দোয়া প্রার্থনা
আজ দুপুর ১২ টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) ১৯তম সভা শুরু হওয়ার কথা ছিল। তবে সে সভা স্থগিত করা হয়েছে। স্থগিত হওয়ার কারণ তামিম ইকবালের অসুস্থতা। তামিমকে দেখতে হাসপাতালে গেছেন বিসিবি কর্মকর্তারা।
ঢাকা প্রিমিয়ার লিগে ( ডিপিএলে) খেলতে নেমে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তার অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাকে নিকটস্থ হাসপাতালের লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও এনজিওগ্রামের পর ব্লক ধরা পড়ায় তামিমের হার্টে রিং পরানো হয়েছে। তামিমের এমন অসুস্থতার পর বিজ্ঞতি প্রকাশ করেছে বিসিবি।
বিজ্ঞপ্তিতে উঠে এসেছে ফারুক আহমেদের কথা। যেখানে তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সংকটময় পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আমরা সকল চিকিৎসক এবং বিশেষজ্ঞদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। তামিমের প্রতি সকলের এমন উদ্বেগ প্রকাশের মাধ্যমেই বোঝা যায় যে তিনি জাতির কাছে কতটা ভালোবাসা এবং প্রশংসার দাবিদার।’
বিসিবি সভাপতি আরো বলেন,বিসিবি তার স্বাস্থ্যের উপর নিবিড় নজর রাখছে এবং হাসপাতালের মেডিকেল টিমের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছে। তামিমের দ্রুত সুস্থ হওয়া নিশ্চিত করতে বোর্ড সকল প্রকার সহায়তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।’
হাসপাতালের বাইরে সমর্থকেদের ভিড় না করার জন্যও অনুরোধ করা হয়েছে বিসিবির বিজ্ঞপ্তিতে। এছাড়া তামিমের সুস্থতার জন্য তার পরিবার ও বিসিবি দেশবাসীর কাছে বিনীতভাবে প্রার্থনা এবং আশীর্বাদ কামনা করেছে।
তামিমের পরিস্থিতি আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে বলেই আভাস পাওয়া যাচ্ছে। এর মধ্যেই সিসিডিএম সমন্বয়কারী সাব্বির আহমেদ রুবেল জানিয়েছেন, জ্ঞান ফিরেছে তামিমের। জ্ঞান ফেরার পর পরিবারের সদস্যদের সঙ্গে কথাও বলেছেন তিনি।