ইমরুলের সেঞ্চুরিতেও হারল অগ্রণী, ইমনের ব্যাটে আবাহনীর জয়

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:৪৪ পিএম | ২৪ মার্চ, ২০২৫

বাংলাদেশ ক্রিকেটে আজ নেমে এসেছে অন্ধকার। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিমের অসুস্থতার দিনে ঢাকা প্রিমিয়ার লিগে ( ডিপিএল) জয় পেয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও আবাহনী লিমিটেড। আসরে এটি আবাহনীর টানা ৭ জয় আর প্রাইম ব্যাংকের টানা চার।

ডিপিএলের অষ্টম রাউন্ডে আজ সোমবার শের-এ বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২০১ রান করে ধানমন্ডি। ফজলে মাহমুদ রাব্বি করেছেন দলীয় সর্বোচ্চ ৮৭ রান। জবাবে ব্যাট করতে নেমে পারভেজ হোসেন ইমনের দুর্দান্ত সেঞ্চুরিতে ৫ উইকেটে জয় তুলে নেয় নাজমুল হোসেন শান্তর দল। ইমন অপরাজিত থাকেন ১২৪ রানে।

 

সংক্ষিপ্ত স্কোর:

ধানমন্ডি স্পোর্টিং ক্লাব: ২০১/৯ ( ফজলে রাব্বি ৮৭, জিয়াউর রহমান ৫৭)

 

আবাহনী ক্রিকেট ক্লাব: ২০৬/৫ ( পারভেজ হোসেন ইমন ১২৪)

ফল: ৫ উইকেটে জয়ী আবাহনী

ম্যাচসেরা: পারভেজ হোসেন ইমন

দিনের অপর ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ৩২১ রান করে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। সাব্বির হোসেন ও অধিনায়ক ইরফার শুক্কুর পেয়েছেন সেঞ্চুরির দেখা। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক ইমরুল কায়েসের সেঞ্চুরিতেও ২৮৭ রানেই অলআউট হয়েছে অগ্রণী ব্যাংক। আর তাতেই ৩৪ রানের জয়ে আসরে টানা ৪ জয় তুলে নেয় প্রাইম ব্যাংক।

সংক্ষিপ্ত স্কোর:

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব: ৩২১/৩ ( ইরফান শুক্কুর ১০৭, সাব্বির হোসেন ১০২)

অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব: ২৮৭/১০ ( ইমরুল কায়েস ১১৬)

ফল: ৩৪ রানে জয়ী প্রাইম ব্যাংক

ম্যাচসেরা: ইরফান শুক্কুর

খেলার দুনিয়া | ফলো করুন :