তামিমের অসুস্থতায় ব্যথিত সাকিব, চাইলেন দোয়া

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৯:১৩ পিএম | ২৪ মার্চ, ২০২৫

বাংলাদেশ ক্রিকেটে আজ এক কঠিন সময়। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন হাসপাতালে। এই দুঃসময়ে ভক্তদের কাছে তামিমের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন আরেক তারকা ক্রিকেটার সাকিব আল হাসান।

আজ ২৪ মার্চ ছিল সাকিবের ৩৮তম জন্মদিন। তবে নিজের জন্মদিন উদযাপনের চেয়েও তামিমের সুস্থতাই এখন তার প্রধান প্রার্থনা। এক ভিডিও বার্তায় সাকিব বলেন, ‘আশা করি তামিম তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে! ওর জন্য সবাই দোয়া করবেন! ওর পরিবারের জন্য কঠিন সময় এটা, যেন ভালোভাবে পার করতে পারে! ইনশাআল্লাহ, তামিম সুস্থ হবে!’

সাকিব ও তামিমের বন্ধুত্ব ও প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম আলোচিত অধ্যায়। একইসঙ্গে জাতীয় দলে খেলার পাশাপাশি ড্রেসিংরুম ভাগ করা, জয়ে-পরাজয়ে একসঙ্গে থাকা—সব মিলিয়ে তাদের বন্ধন অনেক গভীর। এখন যদিও সেই সম্পর্কটা নেই। তারপরও সাকিবের উদ্বেগটাই স্বাভাবিক।

ডিপিএলের অষ্টম রাউন্ডের ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে খেলতে নেমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তামিম। জানা গেছে, তিনি পরপর দুইবার হার্ট অ্যাটাকের শিকার হয়েছেন।

জরুরি ভিত্তিতে সাভারের কেপিজি বিশেষায়িত হাসপাতালে নেওয়ার পর তার হার্টে রিং পরানো হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তামিমের হৃদযন্ত্রে ব্লক ছিল, যা এনজিওপ্লাস্টির মাধ্যমে সরানো হয়েছে। এখন তিনি ২৪ ঘণ্টার নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তামিমের জ্ঞান ফিরেছে এবং তিনি পরিবারের সঙ্গে কথা বলেছেন। তবে চিকিৎসকরা এখনই তাকে সম্পূর্ণ আশঙ্কামুক্ত বলতে পারছেন না।

খেলার দুনিয়া | ফলো করুন :