পিএসএলে করাচিকে নেতৃত্বে দিবেন ওয়ার্নার

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:১০ এএম | ২৫ মার্চ, ২০২৫

আগামী ১১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পাকিস্তান সুপার লিগে (পিএসএল) করাচি কিংসকে নেতৃত্ব দিবেন অস্ট্রেলিয়ার সাবেক ওপেনার ডেভিড ওয়ার্নার। কিংসের সাবেক অধিনায়ক শান মাসুদের পরিবর্তে দলকে নেতৃত্ব দিবেন তিনি। এর আগে চলতি বছরের জানুয়ারিতে পিএসএলের নিলামে ওয়ার্নারকে প্রথমে দলে ভিড়িয়েছিল করাচি।

ক্রিকেট থেকে সদ্য বলিউডে পা রাখা ওয়ার্নার নতুন দায়িত্ব নিতে মুখিয়ে আছেন বলে জানিয়েছেন। তিনি জানান,‘আমাদের একটি অসাধারণ দল আছে এবং আমি এই বছর অধিনায়কের ভূমিকা নিতে অত্যন্ত উৎসাহী।’ অবশ্য গত ২২ মার্চ থেকে শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি আসরের নিলামে নাম লেখালেও দল পান নি ৩৮ বছর বয়সী এই কিংবদন্তী ক্রিকেটার।

তাকে নিয়ে কিংসের মালিক সালমান ইকবাল জানান,‘ওয়ার্নারের নেতা এবং ম্যাচ জেতানোর নায়ক হিসেবে ট্র্যাক রেকর্ড আমাদের দলের সঙ্গে পুরোপুরি মিলে যায় । করাচি কিংস মূলত হারের বৃত্ত থেকে বেরিয়ে আসতে চাচ্ছে। যেটা তাদের গত তিন মৌসুমে প্লে-অফে জায়গা করে নিতে পারেনি। সর্বশেষ ২০২০ সালের আসরের শিরোপা নিজেদের ঘরে তুলতে সক্ষম হয়েছিল দলটি।

বিগ ব্যাশ লিগের চলতি আসরের ফাইনালে সিডনি থান্ডারকে নেতৃত্ব দিয়েছেন ওয়ার্নার। এতদিন অবশ্য অধিনায়কত্ব নিষেধাজ্ঞার কবলে ছিলেন তিনি। বল টেম্পারিংয়ের অভিযোগে ২০১৮ সালে ক্রিকেট অস্ট্রেলিয়া তার ওপর আজীবন নেতৃত্ব নিষেধাজ্ঞা আরোপ করেছিল। অবশ্য নিষেধাজ্ঞাটি গেল বছর উঠিয়ে নেওয়া হয়।

এদিকে পিএসএলের দলগুলো গতকাল সোমবার অনলাইনে দলের রিপ্লেসমেন্ট সেরেছে। যেখানে পেশোয়ার জালমি করবিন বশের জন্য দক্ষিণ আফ্রিকার জর্জ লিন্ডেকে স্কোয়াডে যুক্ত করেছে। পিএসএল ছেড়ে আকস্মিকভাবে আইপিএলে যোগ দিয়েছিলেন বশ। আর অস্ট্রেলিয়ার অ্যালেক্স ক্যারিকে দলে টেনেছে ইসলামাবাদ ইউনাইটেড। টুর্নামেন্টের কিছু ম্যাচের জন্য রাসি ভ্যান ডার ডুসেনের পরিবর্তে দলে অন্তর্ভুক্ত হয়েছেন অজি এই উইকেটরক্ষক ব্যাটার।

 

 

 

খেলার দুনিয়া | ফলো করুন :