তামিমকে নিয়ে সুখবর দিলেন চিকিৎসকরা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০১:৪৬ পিএম | ২৫ মার্চ, ২০২৫

দেশের ক্রীড়াঙ্গন যেন স্তব্ধ হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য! ডিপিএলে খেলতে গিয়ে গতকাল সোমবার বড়সড় হার্ট অ্যাটাকের কবলে পড়েছিলেন তামিম ইকবাল। তবে সবার প্রার্থনায় তামিমের বর্তমান অবস্থা আগের চেয়ে স্থিতিশীল বলে জানিয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যানেজার। জানা গেল তিন মাস পরে আবারো মাঠে ফিরতে পারবেন তিনি।

সাভারের কেপিজি হাসপাতালে আজ মঙ্গলবার তামিমের চিকিৎসা নিয়ে করা প্রেস ব্রিফিংয়ে তামিমের স্বাস্থ্যের সার্বিক নিয়ে কথা বলেন স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. মোঃ আবু জাফর। দেশসেরা এই ব্যাটারের চিকিৎসা নিয়ে তিনি জানান,‘আলহামদুলিল্লাহি, আমরা আমাদের দেশের একজন সেলিব্রেটি ক্রিকেটারকে বাঁচাতে পেরেছি। আমরা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সার্বক্ষণিকভাবে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছি। তার শারীরিক অবস্থা আশাব্যঞ্জক। তবে সামান্য আশঙ্কা রয়ে গেছে।’

তিনি আরো বলেন, এই মুহূর্তে তার কোথাও মুভ করা তার জন্য নেতিবাচক হতে পারে। এ বিষয়ে তার সঙ্গে কথা হয়েছে। তবে শেষ সিদ্ধান্তটা অবশ্যই তার পরিবারের। এখানে তাকে তিনদিন কোনো প্রকার নড়াচড়া ব্যতীত থাকতে হবে। আর আমাদের ডাক্তাররা জানিয়েছেন অন্তত তিন মাস পরে তিনি স্বাভাবিক কাজে (মাঠে) ফিরতে পারবেন। আমরা কোনো প্রকার ঝুঁকি নিতে চাই না। তাই তাকে নিবিড়ভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।’

এ সময় কেপিজি হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ জানান,‘ আপনারা জানেন শুরুতে তামিমের হার্ট বিট পাওয়া যাচ্ছিল না। তবে আমাদের ডাক্তারদের প্রচেষ্টায় সেটা ফিরে পাওয়া গেছে। তবে তখন তামিমকে ফিরে পাওয়ার সম্ভাবনা ১ পারসেন্ট ছিল। এটা খুবই রেয়ার কেইস।’

এর আগে গতকাল সোমবার ডিপিএলে বিকেএসপিতে খেলতে নেমে হার্ট অ্যাটাকের শিকার হন ৩৬ বছর বয়সী সাবেক এই ওপেনার।

খেলার দুনিয়া | ফলো করুন :