‘তামিমের জন্য দোয়া করা ছাড়া আর কিছুই নেই’

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:০৮ পিএম | ২৫ মার্চ, ২০২৫

মাঠে হার্ট অ্যাটাকের পর সাভারের কেপিজি হাসপাতালে আছেন তামিম ইকবাল। অবস্থা আগের চেয়ে ভালো হওয়ায় হাঁটতে চেষ্টা করছেন তিনি। এরই মাঝে জানা গেছে সব ঠিক থাকলে তিন মাস পর আবারো মাঠে দেখা যাবে তাকে। এদিকে আজ মঙ্গলবার হাসপাতালে তামিমকে দেখতে গিয়েছিলেন সতীর্থ সাকিব আল হাসানের বাবা-মা।

চিকিৎসকদের মতে,এক প্রকার 'মৃত্যুর দুয়ার' থেকে ফিরে এসেছেন তামিম। তবে এখনো শঙ্কা পুরোপুরি কাটেনি। সাবেক এই অধিনায়কের জন্য প্রার্থনায় স্বজন, ভক্ত-সমর্থক থেকে শুরু করে সারা দেশের মানুষ। দীর্ঘ সময় একসঙ্গে বাইশ গজে দেশের প্রতিনিধিত্ব করা সতীর্থের জন্য দোয়া চেয়ে নিজের ফেসবুক পেজে পোস্ট করেছিলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

আজ মঙ্গলবার সাভারের কেপিজি হাসপাতালে তামিমের সঙ্গে দেখা করেন সাকিবের বাবা-মা। তারা তামিমের পরিবারের সঙ্গে কথা বলে কিছুক্ষণ পর হাসপাতাল ত্যাগ করেন তারা। এ নিয়ে সাকিবের বাবা মাশরুর রেজা বলেন,‘তামিমের বাবা আমার খেলার বন্ধু। তামিমের জন্য দোয়া করা ছাড়া আর কি আছে। সাকিবের সঙ্গে তামিমের কথা হয়েছে কিনা জানি না।’

এর আগে গতকাল নিজের জন্মদিন থাকার পরেও তামিমের অসুস্থতায় মন খারাপ উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি লিখেছিলেন, আজ আমার জন্য বিশেষ দিন, কিন্তু মনটা পুরোপুরি আনন্দে নেই, কারণ আমার প্রিয় সতীর্থ ও বন্ধু তামিম ইকবাল অসুস্থ। মাঠে আমরা একসঙ্গে অনেক লড়াই করেছি, অনেক স্মৃতি রয়েছে, আর সবসময় চাইব আমাদের এই পথচলা আরও দীর্ঘ হোক।”

খেলার দুনিয়া | ফলো করুন :