ভারত ম্যাচের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৩:১৭ পিএম | ২৫ মার্চ, ২০২৫

অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার। এরপরই শুরু হবে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ফুটবল দ্বৈরথ। শিলংয়ে ভারতের বিপক্ষে  খেলবে বাংলাদেশ। তবে খেলা শুরুর আগেই দুঃসংবাদ পেল বাংলাদেশ দল। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন মিডফিল্ডার কাজেম শাহ। 

ফুটবলের নিয়ম অনুযায়ী, কোনো দলের স্কোয়াড সাধারণত হয়ে থাকে ২৩ সদস্যের। তবে বাংলাদেশ দল ভারত গেছে ২৪ জনকে নিয়ে। তাই স্বাভাবিকভাবেই কোচ হাভিয়ের কাবরেরাকে একজনকে বাদ দিতে হতো স্কোয়াড থেকে। কাজেমের ছিটকে যাওযায় সে সিদ্ধান্ত নেওয়া আরও সহজ হয়ে গেল বাংলাদেশ কোচের জন্য। 

তবে দলের বিভিন্ন সূত্রে জানা গেছে হাজেমকে বাদ দেওয়ার কোনো পরিকল্পনা ছিল না কাবরেরার। তিনি অন্য এক ফুটবলারকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুতরাং এটা স্পষ্ট যে কাজেম পারফরম্যান্সের জন্য নয়, বরং ছিটকে গেছেন হ্যামস্ট্রিং ইনজুরির কারণে। 

ভারত-বাংলাদেশ ম্যাচ শুরু আজ সন্ধ্যা ৭:৩০ এ। তবে এখনও স্কোয়াড ঘোষণা করেননি কোচ কাবরেরা। হোটেল থেকে স্টেডিয়ামের উদ্দেশে বাংলাদেশ দল রওনা দেওয়ার আগে দল ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে। 

খেলার দুনিয়া | ফলো করুন :