রূপগঞ্জকে হারিয়ে তিন ম্যাচ পর রূপগঞ্জের জয়

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৪:২৭ পিএম | ২৫ মার্চ, ২০২৫

প্রথম চার ম্যাচে ৩ জয়। এরপরই পথ হারায় লিজেন্ডস অব রূপগঞ্জ। দুই ম্যাচ হারের পর শেষ ম্যাচটি হয়েছিল পরিত্যক্ত। তবে অবশেষে জয়ে ফিরলো সাইফ হাসানের দল। রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবকে ১৭২ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। আর অন্যদিকে ৮ রাউন্ড শেষে মাত্র ১ জয় পেয়েছে আল-আমিন জুনিয়রের দল রূপগঞ্জ টাইগার্স। 

ঢাকা প্রিমিয়ার লিগের ( ডিপিএল) অষ্টম রাউন্ডে আজ মিরপুর শের-এ বাংলা স্টেডিয়ামে টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৯৮ রান করে লিজেন্ডস অব রূপগঞ্জ। জবাবে ব্যাট করতে নেমে ৪২.২ ওভারে মাত্র ১২৬ রানেই অলআউট হয়েছে রূপগঞ্জ টাইগার্স। 

২৯৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা খারাপ করেনি রূপগঞ্জ টাইগার্স। ৪৫ রানে হারায় দুই উইকেট। এরপর থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে দলটি। সামিউন বশির রাতুলের বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি তারা। পরের ৩৮ রান তুলতেই হারায় ৫ উইকেট। দলীয় সর্বোচ্চ ৪৩ রান করেছেন ওপেনার আব্দুল মজিদ। আর তাতেই মাত্র ১২৬ রানেই গুটিয়ে যায় তারা। সামিউন ১০ ওভার বল করে ২৭ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। 

এর আগে ব্যাট করতে নেমে লিজেন্ডস অব রূপগঞ্জের শুরুটাও ভালো হয়নি। অধিনায়ক সাইফ হাসান ফিরেছেন ১ রান করে। ছোট ছোট জুটিতে পাঁচ উইকেটে ১৫১ করে তারা। তানজিদ হাসান তামিম করেন ৬১ রান। আফিফ হোসেন করেছেন ২৯ রান। এরপরই ৮৯ রানের জুটি গড়েন সামিউন বশির রাতুল ও জাকের আলি অনিক। রাতুল ৪০ ও জাকের অপরাজিত থাকেন ৭৩ রানে। 

৮ রাউন্ড শেষে ৪ জয় ও পরিত্যক্ত এক ম্যাচ মিলিয়ে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে আছে সাইফের রূপগঞ্জ। অন্যদিকে আট ম্যাচে ১ জয় ও এক পরিত্যক্ত ম্যাচের পয়েন্ট মিলিয়ে টেবিলের ১০ নম্বরে রূপগঞ্জ টাইগার্স। 

সংক্ষিপ্ত স্কোর
লিজেন্ডস অব রূপগঞ্জ: ২৯৮/৬ ( জাকের আলি ৭৩, তানজিদ হাসান তামিম ৬১)
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব:  ১২৬/১০ (আব্দুল মজিদ ৪৩, আরিফুল হক ২৫, সামিউন বশির ৫/২৭) 
ফল: ১৭২ রানে জয়ী লিজেন্ডস অব রূপগঞ্জ
ম্যাচসেরা: সামিউল বশির রাতুল

খেলার দুনিয়া | ফলো করুন :