বাংলাদেশ শিবিরে জার্সি বিড়ম্বনা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৫:৩৪ পিএম | ২৫ মার্চ, ২০২৫

সবার নজর এখন ঘড়িতে! কেননা আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে নামবে জামাল ভুঁইয়ারা। ভারতের বিপক্ষে এ ম্যাচের জন্য প্রস্তুতি শুরু করতে গিয়ে শিলংয়ে বেশ জটিলতার মুখে পড়তে হয়েছে বাংলাদেশকে। তবে সেটাকে ছাড়িয়ে ম্যাচের আগে আরেক দুঃসংবাদ বাংলাদেশ শিবিরে। মিডফিল্ডার কাজেম আলী ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে গেছেন। আর তাতেই বাঁধলো বিপত্তি, জার্সি নাম্বার নিয়ে বিপাকে পড়তে হয়েছে টিম ম্যানেজমেন্টকে।

ভারতের শিলংয়ের উদ্দেশ্যে দেশ ছাড়ার আগে ২৩ জনের বদলে ২৪ নিয়ে গিয়েছিল প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। এরপর অনুশীলনে বাদ পড়লেন মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র। পরে আবার সোহেল রানার বদলে বাদ দেয়া হয় ডিফেন্ডার শাকিল হোসেন। শাকিলকে বাদ দিয়ে ২৩ জনের নাম জমা দেওয়া হয় গতকাল সোমবার ম্যানেজার্স মিটিংয়ে। কিন্তু গতকাল রাতে মিডফিল্ডার সৈয়দ শাহ কাজেম কিরমানির কুঁচকিতে চোট ধরা পড়ে। ফলে আজ সকালে তাকে বাদ দিয়ে শাকিলকে নেওয়া হয় দলে।  নতুন করে জমা দেয়া হয় ২৩ জনের নাম। আর সেখানে জার্সি নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

নিয়মানুযায়ী নিয়ম অনুযায়ী ম্যাচের আগে বদলি সহ ২৩ জন খেলোয়াড়ের নাম জমা দিতে হবে। আর ওই ২৩ জনের জার্সি নম্বর হতে হবে ১ থেকে ২৩। ক্লাব ফুটবলে কেউ ৫৫, কেউ ৮৯ কেউ আবার ৭৭ ইত্যাদি নম্বর নিয়ে খেললেও জাতীয় দলের বেলায় সেই সুযোগ থাকছে না। কারণ জাতীয় দলে ১-২৩-ই চূড়ান্ত।

বদলির কারণে জার্সির পেছনে নাম থাকাতেই যত সমস্যা। ২১ নম্বর জার্সি থেকে এখন শাহ কাজেমের নাম তুলে লিখতে হবে আল আমিনের নাম। অথবা আল আমিনের আগের জার্সিতে দেওয়া নম্বর তুলে এখন সেখানে ২১ বসাতে হবে। আর ম্যাচের আগে এসব নিয়ে বিরক্ত দলের একাধিক সদস্য। নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে একজন বলেন,‘কে বাদ গেল না গেল সেটা ব্যাপার নয়। ব্যাপার হলো দলের ভেতর থাকা নানা অব্যবস্থাপনা। কোচ সিদ্ধান্তহীনতায় ভোগেন। হুটহাট সিদ্ধান্ত বদলান। সকালে একজন বাদ তো বিকেলে আরেকজন। এটা দলের জন্য ভাল না’

খেলার দুনিয়া | ফলো করুন :