বিজয়ের ব্যাটে জয় গাজী গ্রুপের, জিতল ব্রাদার্সও

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০৫:৪৬ পিএম | ২৫ মার্চ, ২০২৫

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডের দ্বিতীয় দিনে বিকেএসপির দুই ম্যাচে জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স ও ব্রাদার্স ইউনিয়ন। পারটেক্স স্পোর্টিং ক্লাবকে ২৯ রানে হারিয়েছে ব্রাদার্স। অপর ম্যাচে এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৪ উইকেটে জয় পেয়েছে গাজী গ্রুপ। 

ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড-পারটেক্স স্পোর্টিং ক্লাব
টানা দুই জয় পেতে ২২৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পারটেক্স স্পোর্টিং ক্লাব। ৬২ রানেই হারায় ৫ উইকেট। ২৯ রানে জয়রাজ শেখের বিদায়ের পর আরেক ওপেনার সাব্বির রহমানও টিকতে পারেননি। ফিরেছেন ব্যক্তিগত ১৮ রানে। ষষ্ঠ উইকেট জুটিতে আহরার আমিন ও আলাউদ্দিন বাবুর ১১৬ রানের জুটিতে ঘুরে দাঁড়ানো আভাস দিলেও তা সম্ভব হয়নি। আলাউদ্দিন করেছেন দলীয় সর্বোচ্চ ৬৮ রান। এরপর ১৮ রানের ব্যবধানে হারায় শেষ ৪ উইকেট। তাতেই ১৯৬ রানে গুটিয়ে যায় তারা। 

এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ১৩ রানেই দুই ওপেনারকে হারায় ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। এরপর ৮৭ রানের জুটি গড়েন মিজানুর রহমান ও জাহিদুজ্জামান। শেষে সোহাগ গাজীর ৪২ রানে ভর করে ৯ উইকেটে ২২৫ রানে থামে ব্রাদার্সের ইনিংস। 

সংক্ষিপ্ত স্কোর
ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড: ২২৫/৯ ( জাহিদুজ্জামান ৪৭, সোহাগ গাজী ৪২)
পারটেক্স স্পোর্টিং ক্লাব: ১৯৬/১০ ( আলাউদ্দিন বাবু ৬৮, আহরার আমিন ৫৬) 
ফল: ২৯ রানে জয়ী ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড

গুলশান ক্রিকেট ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স
বিকেএসপিতে দিনের অপর ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে লিটন কুমার দাসের ৬২ বলে ৮৩ ও আজিজুল হাকিম তামিম ৫৩ রানে ভর করে ২৮১ রান করে গুলশান ক্রিকেট ক্লাব। জবাবে ব্যাট করতে নেমে অধিনায়ক এনামুল হক বিজয়ের দুর্দান্ত সেঞ্চুরিতে ১০ বল হাতে রেখেই জয় তুলে নেয় গাজী গ্রুপ ক্রিকেটার্স। আর তাতেই ৮ ম্যাচে ৬ জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বিজয়ের দল।  

২৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ওপেনিংয়েই ১০৬ রানের জুটি গড়েন দুই ওপেনার সাদিকুর রহমান ও এনামুল হক বিজয়। সাদিকুর ৪৫ রান করে ফিরে যান সাজঘরে। এরপর আর কেউই বড় রানের দেখা না পেলেও উইকেটে এক প্রান্ত আগলে ছিলেন বিজয়। ১১২ বলে তুলে নেন সেঞ্চুরি। আর তাতেই জয়ের বন্দরে পৌঁছে যায় গাজী গ্রুপ। বিজয় অপরাজিত থাকেন ১৪২ বলে ১৪৪ রানে। 

সংক্ষিপ্ত স্কোর
গুলশান ক্রিকেট ক্লাব: ২৮১/৮ ( লিটন দাস ৮৩, আজিজুল হাকিম তামিম ৫৩)
গাজী গ্রুপ ক্রিকেটার্স: ২৮৩/৬ ( এনামুল হক বিজয় ১৪৪, সাদিকুর রহমান ৪৫) 
ফল: ৪ উইকেটে জয়ী গাজী গ্রুপ ক্রিকেটার্স
ম্যাচসেরা: এনামুল হক বিজয়

খেলার দুনিয়া | ফলো করুন :