শুরুর একাদশে হামজা, নেই জামাল
ভারতের বিপক্ষে হামজা চৌধুরীর অভিষেক হবে এটা মোটামুটি নিশ্চিত ছিল। হয়েছে ও তাই। বাংলাদেশের হয়ে অভিষেক হতে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলারের। হামজাকে একাদশে রেখেই দল ঘোষণা করেছে কোচ হাভিয়ের ক্যাবরেরা। তবে সবথেকে বড় চমক শুরুর একাদশে নেই অধিনায়ক জামাল ভূঁইয়া। শিলংয়ে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হবে।
হামজার অন্তর্ভু্ক্তি বাংলাদেশ দলের কোচকে ফরমেশন ও একাদশ নিয়ে বাড়তি ভাবনায় ফেলেছে। ভারতের বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে খেলবে বাংলাদেশ। দলে স্বাভাবিকভাবেই গোলরক্ষক হিসেবে আছেন মিতুল মারমা। রক্ষণভাগ সামলাবেন তপু বর্মন,তারিক কাজী, সাদ উদ্দিন ও শাকিল তপু।
হামজা আছেন তার প্রিয় পজিশন মিডফিল্ডে। তার সঙ্গে আছেন মজিবুর রহমান জনি। অধিনায়ক জামালকে একাদশে রাখেননি কোচ। এই ম্যাচে বাংলাদেশের নেতৃত্ব দেবেন তপু বর্মন। ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে আছেন হৃদয়। আক্রমাণভাগ সামলাবেন রাকিব ও মোরসালিনের সঙ্গী হিসেবে আছেন শাহরিয়ার ইমন।
বাংলাদেশ একাদশ : মিতুল মারমা ( গোলরক্ষক) , তপু বর্মন, তারিক কাজী, শাকিল তপু, সাদ উদ্দিন, হৃদয়, হামজা চৌধুরী, রাকিব হোসেন, মজিবুর রহমান জনি, মোরসালিন, রাকিব ও শাহরিয়ার ইমন।