জনির সুযোগ মিস, সমতায় থেকে বিরতিতে ভারত-বাংলাদেশ
এশিয়ান কাপ বাছাইপর্বের প্রথম ম্যাচে প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্য। তবে বাংলাদেশের জন্য এটি হতাশার, কারণ প্রথম ২০ মিনিটেই অন্তত তিনটি গোলের সুযোগ পেয়েছিল দলটি। কিন্তু ফিনিশিংয়ের অভাবে লিড নিতে পারেনি লাল-সবুজের প্রতিনিধিরা। শিলংয়ের ১৬ হাজার দর্শকের সামনে বাংলাদেশ সুযোগ সৃষ্টি করেও গোল পায়নি।
আজ মঙ্গলবার জওহরলার নেহরু স্টেডিয়ামে ম্যাচের মাত্র ৩১ সেকেন্ডে প্রথম সুযোগটি এসেছিল মজিবুর রহমান জনির সামনে। ভারতীয় গোলরক্ষকের ভুল পাস পেয়েও গোল করতে পারেননি তিনি। কিছুক্ষণ পরই আবার সুযোগ পান জনি, তবে এবারও ডি-বক্সের ভেতরে ঢুকে বল জালে পাঠাতে ব্যর্থ হন।
এরপর ইমন ও হৃদয় মাথায় হাত দিতে বাধ্য হন সহজ সুযোগ নষ্টের কারণে। ইমন হেড থেকে গোল করতে পারেননি, আর হৃদয়ের শট লক্ষ্যে থাকলেও প্রতিপক্ষের রক্ষণে আটকে যায়।
বাংলাদেশ পুরো প্রথমার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলেছে, মাঝমাঠের দখলও ছিল বেশি। কিন্তু ভারত বেশ রক্ষণাত্মক কৌশল নিয়েই খেলেছে। মাঝেমধ্যে আক্রমণে উঠলেও বাংলাদেশের ডিফেন্স সহজেই প্রতিহত করেছে প্রতিপক্ষের প্রচেষ্টা।
বাংলাদেশের জন্য প্রথমার্ধের সবচেয়ে বড় ধাক্কা এসেছে তপু বর্মনের চোটে। অভিজ্ঞ এই ডিফেন্ডারকে মাঠ ছাড়তে হয়, যা দলের রক্ষণভাগের জন্য উদ্বেগের কারণ হতে পারে দ্বিতীয়ার্ধে।