শান্তদের কোচ হিসেবে আরও দুই বছর থাকছেন সিমন্স
চন্ডিকা হাথুরুসিংহের পর বাংলাদেশ দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ফিল সিমন্স। তাকে চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত রাখার জন্য চু্ক্তি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিমন্সের চুক্তির মেয়াদ শেষ হয়েছে মার্চে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের ভরাডুবির পর প্রধান কোচ হিসেবে তিনি থাকবেন কিনা তা নিয়ে ছিল জল্পনা-কল্পনা। তবে অবশেষে তার সঙ্গে চুক্তি নবায়ন করেছে বিসিবি। ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত ক্যারিবিয়ান এই কোচই থাকছেন বাংলাদেশ দলের দায়িত্বে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।
৬১ বছর বয়সী সিমন্স বাংলাদেশ দলের সঙ্গে দীর্ঘ মেয়াদে কাজের সুযোগ পেয়ে দারুণ খুশি। এগিয়ে নিতে চান বাংলাদেশ ক্রিকেটকে। তিনি আবারও কাজ শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
পুনরায় দায়িত্ব পেয়ে সিমন্স বলেন, 'বাংলাদেশ ক্রিকেটের সাথে দীর্ঘমেয়াদে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। এটা বলার অপেক্ষা রাখে না এই দলের মধ্যে যে প্রতিভা রয়েছে এবং আমি বিশ্বাস করি যে আমরা একসাথে দারুণ কিছু অর্জন করতে সক্ষম হবো। আমি সামনের এগিয়ে যাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।'
সিমন্স আরও যোগ করে বলেন, 'ইতোমধ্যে কিছু অসাধারণ খেলোয়াড়ের সাথে কাজ করে, আমি এই দলের মধ্যে অপরিসীম প্রতিশ্রুতি দেখতে পাচ্ছি। তাদের দক্ষতা এবং খেলার প্রতি আবেগ আমাকে প্রতিদিন অনুপ্রাণিত করে। একসাথে, আমরা বাংলাদেশ ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে কাজ করে যাব।'