ব্রাজিলকে চার গোল দিয়ে বিশ্বকাপে আর্জেন্টিনা
আর্জেন্টিনার বিপক্ষে সর্বশেষ ২০১৯ জয় পেয়েছে ব্রাজিল। এরপর চারবারের দেখায় তিনবারই হেরেছে তারা। জয়ের ক্ষুধা নিয়ে আজ আবারও আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নেমেছিল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। লাতিন আমেরিকান বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে ব্রাজিল তারকা রাফিনহার দম্ভক্তি ম্যাচের উত্তেজনা বাড়িয়েছে কয়েকগুণ। তবে তাতে লাভ হয়নি ব্রাজিলের। আর্জেন্টিনার বিপক্ষে দক্ষিণ আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পাত্তাই পায়নি ব্রাজিল। হেরেছে ৪-১ গোলের ব্যবধানে।
আজ নিজেদের মাঠে এই জয়ে দক্ষিণ আমেরিকা থেকে সবার আগে ২০২৬ বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে স্কালোনির দল পয়েন্ট টেবিলে সবার উপরে। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চারে আছে ব্রাজিল। দক্ষিণ আমেরিকা থেকে শীর্ষ ছয় দল সরাসরি খেলবে বিশ্বকাপে। সপ্তম দলকে খেলতে হবে কোয়ালিফাই রাউন্ড।
ঘরের মাঠে ব্রাজিলের উপর আর্জেন্টিনা যে আধিপত্য করবে তার আভাস পাওয়া গিয়েছিল প্রথম দুই মিনিটেই। ম্যাচের প্রথম দুই মিনিট ব্রাজিলের পায়ে কোন বলই যায়নি। যার ফলশ্রুতিতে ম্যাচের মাত্র চার মিনিটেই এগিয়ে যায় বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। থিয়াগো আলমাদার বাড়ানো বলে দুর্দান্ত ফিনিশিংয়ে ম্যাচের ৪ মিনিটেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন জুলিয়ান আলভারেজ। তবে দ্বিতীয় গোলের দেখা পেতে খুব একটা অপেক্ষা করতে হয়নি আর্জেন্টিনাকে। ম্যাচের ১২ মিনিটে মলিনার দুর্দান্ত ক্রসে দলকে দ্বিতীয়বারের মতো এগিয়ে দেন এঞ্জো ফার্নান্দেজ।
দুই গোলে এগিয়ে গিয়েও ম্যাচের আধিপত্য ঠিকই বজায় রেখেছিল আর্জেন্টিনা। তবে ম্যাচের ২৭ মিনিটে কুতি রোমেরোর ভুলে ম্যাচে ফেরে ব্রাজিল৷আর সেই ভুলের সুযোগ নিয়ে ব্রাজিল তারকা ম্যাথিউস কুনহা জালে জড়ান বল। ম্যাচে ফেরে ব্রাজিল। গোলের দেখা পাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে ব্রাজিল।
৩৫ মিনিটে আবারো এগিয়ে যাওয়ার সুযোগ পায় আর্জেন্টিনা। গোলবারে আলমাদার করা দুর্দান্ত শট ঠেকান ব্রাজিল গোলরক্ষক…। তবে তার ঠিক দুই মিনিট পরেই তৃতীয় গোলের দেখা পায় লিওনেল স্কালোনির দল। দ্বিতীয় গোল করা এ্যঞ্জ ও ফার্নান্দেজ এবার নাম লিখালেন গোলে সহায়তাকারীর তালিকায়। তার বাড়ানো বলে দলকে আবারও এগিয়ে দেন মিডফিল্ডার ম্যাক এলিস্টার। তিন এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।
বিরতির পর ম্যাচে বেড়ার উদ্দেশ্যে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামে ব্রাজিল। তবে তাতে কাজের কাজ হয়নি। একের পর এক আক্রমণ চালিয়ে গেছে আর্জেন্টিনা। ৫৪ মিনিটে দিল ফ্রি কিক থেকে গোলের সুযোগ পেয়েছিলেন আর আলভারেজ। তবে ব্রাজিলের রক্ষণভাগের দৃঢ়তায় সে যাত্রায় বেঁচে যায় তারা। তবে বেশিক্ষণ গোলবার অক্ষত রাখতে পারেনি তারা। ৭১ মিনিটে আলমাদার পরিবর্তে মাঠে নামা সিমিওনে আর্জেন্টিনার হয়ে গোলের হালি পূরণ করেন। ৭৭ মিনিটে দ্বিতীয়ার্ধে প্রথম সুযোগ পেয়েছিল ব্রাজিল। রাফিনার ফ্রি কিকে বাধা হয়ে দাঁড়ায় গোলবার।
তবে শেষ অবধি হাসি মুখে মাঠ ছেড়েছে লিওনেল মেসিকে ছাড়াই খেলতে নামা আর্জেন্টিনা।