হামজা বললেন, ‘আমাদের জেতা উচিত ছিল’

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১০:২২ এএম | ২৬ মার্চ, ২০২৫

ঘরের মাঠে বাংলাদেশকে হারাতে পারেনি ভারত। ম্যাচের এমন ফলাফলে স্বাভাবিকভাবেই হতাশ হয়েছেন ভারতের ভক্ত সমর্থকেরা। র্র্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ৫৯ ধাপ এগিয়ে থাকা ভারতকে তাদেরই মাঠে আটকে দিয়েছে বাংলাদেশ। অবসর ভেঙে ফের জাতীয় দলে ফেরা সুনীল ছেত্রীও এদিন কিছু করতে পারেননি।

প্রথমার্ধে আধিপত্য নিয়েই খেলেছিল বাংলাদেশ। বলতে গেলে ভারতের থেকে কিছুটা এগিয়ে ছিল তারা। তবে বাংলাদেশের সেই পুরোনো সমস্যা ফিনিশিংয়ের অভাবে ভারতের জালে বল জড়াতে পারেননি ফরোয়ার্ডরা। তবে দ্বিতীয়ার্ধে আধিপত্য ফিরে পায় ভারত। বল দখলের পাশাপাশি একের পর এক আক্রমণ চালিয়ে গিয়েছে তারা। তবে ম্যাচজুড়ে সহজ সুযোগগুলো সবথেকে বেশি তৈরি করেছিল বাংলাদেশ। তাই ম্যাচ শেষে উচ্ছ্বসিত হওয়ার পাশাপাশি কিছুটা হতাশ দেখা গেছে বাংলাদেশের জার্সিতে দুর্দান্ত অভিষেক হওয়া হামজা চৌধুরীকে।

ম্যাচ শেষে মিক্সড জোন দিয়ে বের হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হামজা। নিজের এবং দলের পারফরম্যান্সে অনেক বেশি আনন্দিত হামজা। তবে জানালেন বাংলাদেশের জেতা উচিত ছিল। তিনি বলেন, ‘আমরা কিছু মিস করছি। ফুটবলে মিস হতেই পারে। ইংলিশ প্রিমিয়ার লিগেও মিস হয়। ফলে এটা আমাদের মেনে নিতে হবে। এটা আমাদের জন্য খারাপ দিন ছিল। তবে আমাদের জেতা উচিত ছিল।’

বাংলাদেশের হয়ে খেলতে পেরে নিজের অনুভূতি সম্পর্কে হামজা বলেন, ‘বাংলাদেশের হয়ে খেলতে পেরেছি, এতে আমি গর্বিত। তবে এক ড্রতেই শেষ নয়। আমরা অনেক দূর যেতে চাই।’

হামজা এবং বাংলাদেশ দলের এমন পারফরম্যান্সে খুশি হামজার স্ত্রী অলিভিয়া চৌধুরীও । অলিভিয়া বলেন, ‘আমি ভীষণ খুশি। হামজা ভালো খেলেছে। বাংলাদেশ দলও ভালো খেলেছে। এই খেলাটাই আমরা আশা করছিলাম। আমাদের আশা পূর্ণ হয়েছে।’

বাংলাদেশের গ্রুপের অন্য ম্যাচে কাল সিঙ্গাপুর-হংকং গোলশূন্য ড্র করেছে। এখন চার দলেরই পয়েন্ট এক করে। গ্রুপ সেরা দল যাবে ২০২৭ সালে সৌদি আরবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে। ১০ জুন বাংলাদেশের পরবর্তী ম্যাচ সিঙ্গাপুরের বিপক্ষে।

খেলার দুনিয়া | ফলো করুন :