আর্জেন্টিনার কাছে হারের পর চাকরি হারাচ্ছেন ব্রাজিল কোচ?

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ০১:১৯ পিএম | ২৬ মার্চ, ২০২৫

আর্জেন্টিনা-ব্রাজিল ম্যাচ মানেই ফুটবলের ঐতিহাসিক দ্বৈরথ। একে অপরকে ছাড়িয়ে যাওয়ার এই লম্বা ইতিহাস পাড়ি দিয়েছে শত বছরেরও বেশি। মাঠে দুইদলের মুখোমুখি দেখায় হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই স্বাভাবিক। তবে তার হলো কই! লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাই ম্যাচে আর্জেন্টিনার কাছে পাত্তাই পেল না ব্রাজিল। ৪-১ ব্যবধানে উড়ে গেল তার। দলের এমন হতাশা জনক পারফরম্যান্সের পর কোচ দরিভালের উপর বেড়েছে চাপ। গুঞ্জন উঠেছে ব্রাজিলের কোচের দায়িত্ব হারাতে পারেন তিনি।

বিশ্বকাপ বাসে এবারের রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে ২-১ এ জয় পেয়েছিল ব্রাজিল। খুব কষ্টে সে ম্যাচের শেষ মিনিটে জয়ের দেখা পেলেও আর্জেন্টিনার কাছে বিধ্স্ত হয়েছে কোন প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই। ব্রাজিলের গণমাধ্যমের মতে আর্জেন্টিনার কাছে এমন অসহায় আত্মসমর্পণে কোচ দরিভাল দায়িত্ব হারাতে পারেন। এমনকি ব্রাজিল ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা সিবিএফ এরই মাঝে বিকল্প কোচের সন্ধান শুরু করেছে বলেও জানা গিয়েছে। তার বরখাস্ত হওয়া এখন কেবল সময়ের অপেক্ষা।

আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি পরিকল্পনার কাছে ধরাশায়ী হয়েছেন দরিভাল। যে কথা স্বীকার করেছেন তিনি নিয়ে যেও। ম্যাচ শেষে বলেছেন, ‘প্রথম মিনিট থেকেই আমাদের পরিকল্পনা কাজে লাগেনি। যা ঘটেছে, তাতে স্বীকার করতেই হবে, আমাদের একেবারে বিধ্বস্ত করেই তারা যোগ্যতর দল হিসেবে জিতেছে। সন্দেহ নেই আমরা ঘুরে দাঁড়ানোর পথ বের করতে পারব।’

ব্রাজিলের হয়ে কোচ দরিভালের পারফরমেন্স কে খুব একটা খারাপ বলার উপায় নেই ব্রাজিলের হয়ে এখনো পর্যন্ত ১৬ টি ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছেন দরিভাল। যেখানে ৭ জয়ের বিপরীতে আছে দুই হার। আর ড্র হয়েছে বাকি সাতটি ম্যাচ। আর লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে চারে আছে ব্রাজিল। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে যথারীতি সবার উপরে ব্রাজিলের চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।

খেলার দুনিয়া | ফলো করুন :