রাজনীতিতে সাকিবকে স্বাগত জানালেন কাদের
রাজনীতি, নির্বাচন এবং ক্রিকেট সব মিলিয়ে এই মুহূর্তে বাংলাদেশের আলোচনার সবচাইতে বড় হটকেক নিঃসন্দেহে সাকিব আল হাসান। প্রথমেই তিন আসন থেকে মনোনয়ন কেনা, এরপর জমা দেওয়া, এরপর বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে ছবি প্রকাশিত হওয়া। সব মিলিয়ে সাকিব যে মনোনয়ন পাচ্ছেন এবং নির্বাচনে যাচ্ছেন সেটা বুঝার বাকী নেই।
এবার বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের নিশ্চিত করলেন সাকিব নিয়মিত হচ্ছেন রাজনীতিতে। শুক্রবার বিকেলে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে এ কথা জানান তিনি।
‘সাকিবের হয়তো এখন রাজনীতি করার চিন্তাভাবনা আছে। সে চায় জনগণের সেবা করতে। সাকিবের রাজনীতি করার অধিকার আছে। আপনি পশ্চিমবঙ্গের কথা ভাবুন, কত নায়ক, কত নায়িকা শুধু পশ্চিমবঙ্গেই নির্বাচনে অংশগ্রহণ করে। এরা তো সরাসরি রাজনীতি করে না। তারকাদের মনোনয়ন দেওয়া ভারতের মতো বৃহত্তম গণতান্ত্রিক দেশেও আছে। গুরুত্বপূর্ণ লোকেরা, জাতীয় তারকারা নির্বাচনে অংশগ্রহণ করে।’
কোন আসন থেকে সাকিব নির্বাচন করবেন সেটা খোলাসা করেননি ওবায়দুল কাদের। তবে তার কথায় স্পষ্ট ঢাকা-১০ আসন থেকেও যদি সাকিব নির্বাচন করেন তাতে অবাক হওয়ার কিছু নেই।
"বাংলাদেশের যে কোন জায়গায় সে দাঁড়াতে পারে, অসুবিধা নাই।"
আসন্ন জাতীয় নির্বাচনের জন্য মাগুরা-১, মাগুরা-২ এবং ঢাকা-১০ আসন থেকে মনোনয়ন পত্র কিনেছেন সাকিব। গত ২১ নভেম্বর সেটি জমা দেন৷ দুইদিন পরই দেখা করেন ওবায়দুল কাদেরের সাথে৷ বুঝার বাকী নেই সেই সাক্ষাৎ যে নির্বাচন কেন্দ্রিকই ছিলো।