উন্নত চিকিৎসায় ব্যাংককে যেতে পারেন তামিম
বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তামিম ইকবাল আপাতত শঙ্কামুক্ত। তিনি বর্তমানে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তামিম কথা বলছেন, হাঁটাচলা করছেন, তবে তাকে এখনও পর্যবেক্ষণে রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনাও চলছে।
তামিমের বিপিএল দল ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তামিমকে থাইল্যান্ড নেওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘থাইল্যান্ডের জন্য চেষ্টা করা হচ্ছে ভিসার। আমি যাব সঙ্গে। চিকিৎসকের অনুমতি পেলেই তাঁকে নিয়ে যাওয়া হবে।’
তামিমের হার্ট অ্যাটাকের অন্যতম কারণ পানিশূন্যতা (ডিহাইড্রেশন)। চিকিৎসকদের বরাত দিয়ে মিজানুর রহমান বলেন, ‘তামিম সঠিক পরিমাণে পানি খাননি, রাতে ঘুমও ঠিকমতো হয়নি। এই গরমের মধ্যে রোজা রেখে ডিপিএল খেলাটা খুব কঠিন হয়ে গেছে।’
গত ২৪ মার্চ বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) চলাকালে দুইবার হার্ট অ্যাটাক হয় তামিমের। দ্রুতই কেপিজে হাসপাতালে ভর্তি করা হয় এবং তার হার্টে রিং পরানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় এভারকেয়ার হাসপাতালে আনা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, পুরোপুরি সুস্থ হতে কমপক্ষে তিন মাস সময় লাগবে।
গতকাল রাতে এভারকেয়ার হাসপাতালে তামিমকে দেখতে গেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, ‘আল্লাহর রহমতে তামিম বেঁচে আছেন। দীর্ঘক্ষণ পালস না থাকার পরও ফিজিক্যাল ড্যামেজ হয়নি। তাঁর মানসিক শক্তি অবিশ্বাস্য। আশা করছি, দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরবেন।’