তামিমের জন্য দোয়া চাইলেন বাবর-সিকান্দার রাজা
গত তিনদিন ধরেই দেশের ক্রিকেটে সব থেকে বড় খবর তামিম ইকবালের অসুস্থতা। গত সোমবার ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে মাঠে নামেন তামিম। মোহামেডানের অধিনায়ক হিসেবে টসেও অংশগ্রহণ করেন। তবে এরপরেই বুকে ব্যথা অনুভব করেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে জানা যায় তামিমের হার্ট অ্যাটাক হয়েছে৷ হার্টে ব্লক ধরা পড়ায় তাকে পড়ানো হয়েছে রিং।
তামিমের এমন অসুস্থতার খবর যেমন শিরোনাম হয়েছে দেশের গণমাধ্যমে তেমনি দেশের বাইরেও। তার এই অসুস্থতার কথা ছড়িয়ে গেছে গোটা ক্রিকেট বিশ্বেই। তাইতো বিশ্বের অনেক ক্রিকেটার তামিমের জন্য প্রার্থনা করেছেন। তার দ্রুত সুস্থতার জন্য শুভকামনা জানিয়েছেন। তাদের মাঝে ভারতের যুবরাজ সিং থেকে শুরু করে লাসিথ মালিঙ্গা এবং বাবর আজম থেকে শুরু করে জিম্বাবুয়ের সিকান্দার রাজাও আছেন সে তালিকায়।
গতকাল রাতে তামিম ইকবালের জন্য দোয়া চেয়ে বাবর লিখেছেন, 'দ্রুত সেরে ওঠো।' এই লেখার সঙ্গে মোনাজাতের ইমোজিও যুক্ত করেছেন পাকিস্তানের এই সাবেক অধিনায়ক। এর আগে যুবরাজ সিং লিখেছিলেন, যুবরাজ সিং লিখেছিলেন, ‘তামিম ও তার পরিবারের প্রতি আমার দোয়া ও শুভকামনা। আগেও তুমি কঠিন প্রতিপক্ষের মোকাবেলা করেছো এবং শক্তিশালী হয়ে ফিরে এসেছো। এবারো ভিন্ন কিছু হবে না। দোয়া করছি দ্রুত সুস্থ হয়ে ওঠো। শক্ত থাকো, চ্যাম্পিয়ন।’
তামিমের অসুস্থতার খবর পৌঁছে গেছে জিম্বাবুয়েতেও। জিম্বাবুয়ান ক্রিকেটার সিকান্দার রাজা লিখেছেন, 'তামিম ভাইয়ের অসুস্থতার খবর শুনতে পাচ্ছি। তোমার জন্য দোয়া রইল ভাই। আল্লাহ যেন তোমাকে সুস্বাস্থ্য দান করেন এবং তোমার প্রিয়জনদের মাঝে হাসিমুখে ফিরিয়ে দেন। এই বার্তা যিনিই দেখবেন অনুরোধ করছি তামিম ভাইয়ের জন্য দোয়া করবেন। জাজাকাল্লাহ।'
তামিমের এমন অসুস্থতায় তামিম পাশে পেয়েছেন সকলকেই। বিদেশি ক্রিকেটাররা তো আছেনই, দেশের সাবেক থেকে শুরু করে বর্তমান ক্রিকেটাররাও তামিমের জন্য দোয়া চেয়েছেন। তামিমের অসুস্থতায় ফেসবুকে পোস্টও দিয়েছেন সাকিব আল হাসান৷ সাকিবের বাবা-মা তামিমকে দেখতে হাসপাতালে গিয়েছেন।
তামিম বর্তমানের রাজধানী ঢাকার এভারকেয়ার হাসপাতালে আছেন। গতকাল ইফতারের পর তাকে সাভার কেপিজি হাসপাতাল থেকে সেখানে আনা হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ড ও নেয়া হতে পারে বলে জানানো হয়েছে।