পাত্তা পেলো না পাকিস্তান, ৬০ বল হাতে রেখেই কিউইদের জয়

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৪:০১ পিএম | ২৬ মার্চ, ২০২৫

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও বড় ব্যবধানে হেরে গেল পাকিস্তান। ব্যাটিং ব্যর্থতা তাদের পুরো সিরিজেই তাড়া করেছে, আর শেষ ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। ওয়েলিংটনে কিউইদের সামনে মাত্র ১২৯ রানের লক্ষ্য দাঁড় করিয়েও প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে ব্যর্থ হয়েছে সফরকারীরা। টিম সাইফার্টের বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র ১০ ওভারেই ৮ উইকেট হাতে রেখে ম্যাচ জিতে নেয় নিউজিল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজও নিশ্চিত করে স্বাগতিকরা।

আজ টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ধুঁকেছে পাকিস্তান। একাদশে পরিবর্তন আনলেও তাতে কোনো কাজ হয়নি। দ্বিতীয় ওভারেই হাসান নাওয়াজকে হারানোর পর বাকিরাও একের পর এক ফিরে যান। মোহাম্মদ হারিস ১৭ বলে ১১ রান করলেও স্ট্রাইক রোটেট করতে পারেননি। নতুন সুযোগ পাওয়া ওমাইর ইউসুফও মাত্র ৭ রান করে আউট হন। পাওয়ার প্লে-তেই তিন উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। এরপর উসমান খান ও আব্দুল সামাদ ব্যর্থ হলে ৫২ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে তারা।

এই অবস্থায় ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করেন অধিনায়ক আগা সালমান ও শাদাব খান। ষষ্ঠ উইকেটে তারা ৫৪ রানের একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। শাদাব খান ২০ বলে ২৮ রান করে আউট হলে আবারও ধস নামে পাকিস্তানের ইনিংসে। দলীয় সর্বোচ্চ ৫১ রান করেন সালমান, তবে তার ৩৯ বলের ইনিংসটিও পাকিস্তানকে লড়াইয়ের জায়গায় নিতে পারেনি। শেষ ৪ ওভারে মাত্র ২২ রান যোগ করে ১২৮ রানেই থেমে যায় সফরকারীদের ইনিংস।

নিউজিল্যান্ডের হয়ে দুর্দান্ত বোলিং করেন জিমি নিশাম। ক্যারিয়ারের সেরা বোলিংয়ে তিনি ২২ রানে ৫ উইকেট তুলে নেন, যা তার টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথমবারের মতো পাঁচ উইকেট শিকার। তার আগ্রাসী বোলিংয়ের সামনে পাকিস্তানি ব্যাটাররা দাঁড়াতেই পারেননি।

জয়ের জন্য মাত্র ১২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার ফিন অ্যালেন ও টিম সাইফার্ট। পাওয়ার প্লে-তেই বিনা উইকেটে ৯২ রান তুলে নেয় তারা, যা নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ইতিহাসে পাওয়ার প্লেতে সর্বোচ্চ সংগ্রহ। অ্যালেন ১২ বলে ২৭ রান করে আউট হলেও অপরপ্রান্তে ঝড় তোলেন সাইফার্ট।

শুরু থেকেই দারুণ ছন্দে থাকা সাইফার্ট মাত্র ২৩ বলে ফিফটি করেন এবং এরপর আরও ভয়ঙ্কর হয়ে ওঠেন। শাদাব খানের করা দশম ওভারে শেষ তিন বলে টানা তিনটি ছক্কা মেরে মাত্র ৩৮ বলে ৯৭ রানের হার না মানা ইনিংস খেলেন কিউই ওপেনার। ৬টি চার ও ১০টি ছক্কায় সাজানো তার এই বিধ্বংসী ইনিংসের সৌজন্যে মাত্র ১০ ওভারেই জয় তুলে নেয় নিউজিল্যান্ড।

সিরিজের প্রথম ম্যাচেও পাকিস্তান ৯১ রান করেছিল এবং নিউজিল্যান্ড সেটি ৫৯ বল হাতে রেখে জিতেছিল। এবার তাদের রেকর্ড আরও বাজে হলো, কারণ ৬০ বল হাতে রেখেই জয় তুলে নিল স্বাগতিকরা। ব্যাটিংয়ের পাশাপাশি পাকিস্তানের বোলিং আক্রমণও পুরোপুরি ব্যর্থ ছিল, কারণ মাত্র ১০ ওভারের মধ্যেই তারা হেরে বসে।

সিরিজ শেষে টিম সাইফার্ট পেয়েছেন ম্যান অব দ্য সিরিজের পুরস্কার, আর ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ৫ উইকেট নেওয়া জিমি নিশাম। নিউজিল্যান্ডের মূল খেলোয়াড়দের অনেকেই অনুপস্থিত থাকার পরও তারা পাকিস্তানকে পুরো সিরিজেই চেপে ধরেছে, যা সফরকারীদের জন্য দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

এই হারের ফলে পাকিস্তানের আত্মবিশ্বাসে বড় ধাক্কা লাগল। সামনে ওয়ানডে সিরিজ শুরু হতে যাচ্ছে, যেখানে ঘুরে দাঁড়ানোর সুযোগ থাকবে বাবর আজমদের। ২৯ মার্চ নেপিয়ারে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

সংক্ষিপ্ত স্কোর-
পাকিস্তান:
২০ ওভারে ১২৮/৯ (সালমান ৫১, শাদাব ২৮; নিশাম ৫/২২)।
নিউজিল্যান্ড: ১০ ওভারে ১৩১/২ (সাইফার্ট ৯৭*, অ্যালেন ২৭; সুফিয়ান ২/৬)।
ফল: নিউজিল্যান্ড ৮ উইকেটে জয়ী।
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে নিউজিল্যান্ড ৪-১ ব্যবধানে জয়ী।
ম্যাচসেরা: জিমি নিশাম।
সিরিজসেরা: টিম সাইফার্ট।

খেলার দুনিয়া | ফলো করুন :