ডিপিএলে ব্যাটে-বলে এগিয়ে যারা

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৫:৩১ পিএম | ২৬ মার্চ, ২০২৫

পবিত্র ঈদুল ফিতরের আগে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) প্রথম ৮ রাউন্ডের খেলা শেষ হয়েছে। ঈদের পর বাকি তিন রাউন্ড ও সুপার লিগ অনুষ্ঠিত হবে। এখন পর্যন্ত কোন ক্রিকেটাররা ব্যাট ও বল হাতে দাপট দেখিয়েছেন, সেটিই তুলে ধরা হলো এই প্রতিবেদনে।

স্পিনারদের দাপট, তালিকার শীর্ষে রাকিবুল
ডিপিএলের প্রথম ৮ রাউন্ডে বোলারদের তালিকায় আধিপত্য বিস্তার করেছেন স্পিনাররা। সেরা পাঁচের মধ্যে তিনজনই স্পিনার, যেখানে তালিকার শীর্ষে আছেন আবাহনী লিমিটেডের বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলাম। তিনি ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন, যেখানে তার ইকোনোমি রেট ৪.৪৭ এবং গড় ১৮.১২। বল হাতে দারুণ কার্যকর এই স্পিনার পুরো আসরেই দলের গুরুত্বপূর্ণ বোলার হয়ে উঠেছেন।

তারপরই রয়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের তাইজুল ইসলাম। জাতীয় দলের এই স্পিনার ৮ ম্যাচে শিকার করেছেন ১৬ উইকেট। তার ইকোনোমি রেট ৪.১৩ ও গড় ১৯.৫। প্রাইম ব্যাংকের অভিজ্ঞ স্পিনার আরাফাত সানী ৬ ম্যাচে ১৪ উইকেট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছেন। তার ইকোনোমি ৪.৬২ ও গড় ১৬.৯৩।

তালিকার চার নম্বরে জায়গা করে নিয়েছেন গুলশান ক্রিকেট ক্লাবের পেসার আসাদুজ্জামান পায়েল। ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে তিনি শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন। তার ইকোনোমি রেট ৫.৫৩ এবং গড় ২১.৬৯। পঞ্চম স্থানে আছেন ধানমন্ডি স্পোর্টস ক্লাবের পেসার কামরুল ইসলাম রাব্বি। তিনিও ৮ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন, তবে তার ইকোনোমি কিছুটা বেশি- ৬.১১। এছাড়া সমানসংখ্যক ১৩ উইকেট নিয়েছেন স্পিনার আবু আশিম ও পেসার আল আমিন হোসেন।

রানের দৌড়ে সবার ওপরে এনামুল হক বিজয়
সর্বশেষ বিপিএলে খুব একটা সুবিধা করতে পারেননি এনামুল হক বিজয়। তবে চলমান ডিপিএলে দুর্দান্ত ফর্মে আছেন এই ওপেনার। ৮ ম্যাচ শেষে ৫৩০ রান নিয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে রয়েছেন তিনি। তার ব্যাট থেকে এসেছে ১৬টি ছক্কা ও ৪৭টি চার।

বিজয়ের পরেই আছেন প্রাইম ব্যাংকের ওপেনার নাঈম শেখ। বিপিএলে দুর্দান্ত পারফর্ম করা এই বাঁহাতি ব্যাটসম্যান এবারও ফর্ম ধরে রেখেছেন। ৮ ম্যাচে করেছেন ৪৯১ রান, যেখানে তার স্ট্রাইক রেট প্রায় ১২৩। ৫০টি চার ও ২৩টি ছক্কা হাঁকিয়েছেন তিনি।

তালিকার তিন নম্বরে রয়েছেন অভিজ্ঞ ইমরুল কায়েস। অগ্রণী ব্যাংকের এই অধিনায়ক ৮ ম্যাচে করেছেন ৪৩০ রান। ২৯টি চার ও ১৯টি ছক্কা মেরেছেন তিনি।

তার পরেই রয়েছেন পারভেজ হোসেন ইমন। আবাহনীর এই ওপেনার করেছেন ৪১৩ রান, যার মধ্যে রয়েছে ৩৯টি চার ও ১৯টি ছক্কা। পঞ্চম স্থানে থাকা নুরুল হাসান সোহান মিডল অর্ডারে ব্যাট করেও ৪০১ রান করেছেন। তার ব্যাট থেকে এসেছে ৪০টি চার ও ১০টি ছক্কা।

ঈদের পর জমবে লড়াই
প্রথম ৮ রাউন্ড শেষে ব্যাটসম্যানদের মধ্যে এনামুল হক বিজয় ও নাঈম শেখের দাপট থাকলেও সুপার লিগের লড়াইয়ে সমীকরণ বদলে যেতে পারে। তেমনই বোলারদের মধ্যে স্পিনারদের দাপট দেখা গেলেও পরবর্তী ধাপে পেসাররা কীভাবে পারফর্ম করেন, সেটিও দেখার বিষয়।

ঈদের পর বাকি তিন রাউন্ড ও সুপার লিগের চূড়ান্ত লড়াই। 

খেলার দুনিয়া | ফলো করুন :