স্বাধীনতা দিবসে জিতল আকরাম-রাজ্জাকদের দল
আজ ২৬ মার্চ, মহান স্বাধীনতা দিবস। দিনটিকে স্মরণীয় করে রাখতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রতিবছরের মতো এবারও এক প্রীতি ম্যাচের আয়োজন করল। এই ম্যাচে দেশের সাবেক তারকা ক্রিকেটাররা লাল ও সবুজ দলে ভাগ হয়ে অংশ নেন। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আকরাম খানদের কাছে হারলেন মিনহাজুল আবেদীন নান্নু- মোহাম্মদ রফিকরা।
ম্যাচে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ লাল দল, যার নেতৃত্বে ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান। নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে তারা ১১০ রান সংগ্রহ করে। দলের হয়ে সবচেয়ে বেশি ৩৫ রান করেন মেহরাব হোসেন অপি। মাত্র ২০ বলে খেলা তার ইনিংসে ছিল একটি চার ও তিনটি ছক্কা।
এছাড়া, হান্নান সরকার ১১ বলে ২৫ রানের ঝোড়ো ইনিংস খেলেন, যেখানে পাঁচটি চার ছিল। ফয়সাল হোসেন ডিকেন্স ৭ বলে ১৭ রান করেন, আর আব্দুর রাজ্জাক ১৪ বলে ১১ রান করে অপরাজিত থাকেন। ডলার মাহমুদ শেষ পর্যন্ত ৪ বলে ৯ রান নিয়ে অপরাজিত ছিলেন। সবুজ দলের পক্ষে মোহাম্মদ রফিক, হাসিবুল হোসেন শান্ত ও মুশফিক বাবু প্রত্যেকে ১টি করে উইকেট নেন।
১১১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ সবুজ দল ১০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৮৩ রান সংগ্রহ করে। ফলে ২৭ রানে জয় পায় লাল দল। সবুজ দলের হয়ে সবচেয়ে বেশি ২৯ রান করেন তালহা জুবায়ের। ১২ বলের ইনিংসে তিনি তিনটি চার ও দুটি ছক্কা হাঁকান।
মোহাম্মদ রফিক ১৭ বলে ২৫ রান করেন। তবে অন্য ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন, যার ফলে দল জয়ের লক্ষ্য থেকে অনেক পিছিয়ে পড়ে। লাল দলের হয়ে আব্দুর রাজ্জাক ও ফয়সাল হোসেন ডিকেন্স ২টি করে উইকেট লাভ করেন, যা দলকে সহজ জয়ের পথে নিয়ে যায়।
স্বাধীনতা দিবসের এই আয়োজনে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে এই ম্যাচটি ছিল আনন্দের উপলক্ষ। খেলোয়াড়দের হাস্যোজ্জ্বল উপস্থিতি আর প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ মাঠে তৈরি করে এক উৎসবের আবহ।