ঢাকায় ফিরল বাংলাদেশ দল, ইংল্যান্ড ফিরে যাবেন হামজা
এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলে আজ (বুধবার) বিকেলে ঢাকায় ফিরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শিলং থেকে রওনা হয়ে গৌহাটি বিমানবন্দর হয়ে কলকাতা হয়ে দেশে পৌঁছান জামাল ভূঁইয়া ও তার সতীর্থরা।
গতকাল ভারতের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরীর। তবে তার অভিষেক ম্যাচটি জয় দিয়ে রাঙানো সম্ভব হয়নি। একের পর এক সুযোগ নষ্ট করে ভারতের বিপক্ষে গোলশূন্য ড্র করে হাভিয়ের কাবরেরার দল।
জাতীয় দলের ম্যাচ শেষ করে বৃহস্পতিবার সকালে ইংল্যান্ড ফিরে যাবেন হামজা। বর্তমানে তিনি লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপ ক্লাব শেফিল্ড ইউনাইটেডে খেলছেন। আগামী ২৮ মার্চ দিবাগত রাত ২টায় কভেন্ট্রির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় দ্রুতই ইংল্যান্ডে ফিরছেন তিনি।
হামজা ১৭ মার্চ মা, স্ত্রী, সন্তান ও ভাইসহ নয়জন সফরসঙ্গী নিয়ে বাংলাদেশে এসেছিলেন। এবার ফিরে যাবেন। এরপর ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচ খেলতে আবারও বাংলাদেশে আসবেন তিনি।
জাতীয় দলের দায়িত্ব শেষ করে খেলোয়াড়রা যার যার ক্লাবে ফিরবেন। অনেকেই সরাসরি ঈদের ছুটিতে নিজ নিজ বাড়ি চলে যাবেন। জাতীয় দলের প্রস্তুতির জন্য ২৮ ফেব্রুয়ারি থেকে ক্যাম্প চলায় দেশের ঘরোয়া ফুটবল স্থগিত ছিল। দেড় মাস বিরতির পর ১১ এপ্রিল থেকে প্রিমিয়ার লিগের দ্বিতীয় লেগের দ্বিতীয় রাউন্ড শুরু হবে।
হামজার ক্লাব শেফিল্ড ইউনাইটেড বর্তমানে ইংলিশ চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় স্থানে রয়েছে। পয়েন্ট শীর্ষে থাকা লিডস ইউনাইটেডের সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে আছে তারা। আগামী কভেন্ট্রির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচটি মিস করতে চান না হামজা। তাই দ্রুতই জাতীয় দলের খেলা শেষ করে ক্লাবে ফির যাচ্ছেন এই বাংলাদেশি বংশোদ্ভূত তারকা।