রিয়াল-মাদ্রিদ কোচের দিকে নজর ব্রাজিলের
গত বছরের জানুয়ারিতে ব্রাজিল দলের দায়িত্ব নিয়েছিলেন কোচ দরিভাল জুনিয়র। তার অধীনে ১৬ টি ম্যাচে ৭ জয়ের বিপরীতে আছে দুই ম্যাচ হেরেছে ব্রাজিল। আর ড্র হয়েছে বাকি সাতটি ম্যাচ। আর লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচ শেষে ২১ পয়েন্ট নিয়ে চারে আছে ব্রাজিল। তবে গতকাল বিশ্বকাপ বাছাইয়ে আর্জেন্টিনার বিপক্ষে ৪-১ গোলের হারের পর চাকরি হারাতে বসেছেন ব্রাজিলিয়ান এই কোচ।
দরিভালের পর ব্রাজিলের পরবর্তী কোচ কে হবেন এমন প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে এসেছে। ব্রাজিলের সংবাদ মাধ্যমগুলো ইতোমধ্যেই তাদের পরবর্তী কোচ কে হবেন তা নিয়ে আলোচনা শুরু করেছেন। এক্ষেত্রে নাম এসেছে অনেকেরই। সংবাদমাধ্যম ‘ ও গ্লোবোর’ মতে, ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে সবার থেকে এগিয়ে আছেন বর্তমান রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। এছাড়া ম্যানসিটি কোচ পেপ গার্দিওলাও আছেন এ তালিকায়।
আনচেলত্তিকে এর আগেও কোচ হিসেবে পাওয়ার চেষ্টা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। বর্তমান বিশ্বের অন্যতম সেরা কোচ তিনি। আনচেলত্তি এ নিয়ে টানা চতুর্থ মৌসুম স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদকে কোচিং করাচ্ছেন। তার অধীনে ইতোমধ্যেই ২টি করে চ্যাম্পিয়ন্স লিগ এবং স্প্যানিশ চ্যাম্পিয়নশিপ জিতেছে লুকা মডরিচরা।
আনচেলত্তির পর ম্যান সিটি কোচ পেপ গার্দিওলাও আছেন এই তালিকায়। এই স্প্যানিশ মাস্টারমাইন্ডকে ব্রাজিলের সঙ্গে জড়িয়ে আগেও খবরের শিরোনাম হয়েছিল। যদিও এর আগে ব্রাজিলের কোচ হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছিলেন তিনি।
আনচেলত্তি ও পেপ গার্দিওলা ছাড়াও ব্রাজিলের কোচ হওয়ার দৌড়ে আছেন ফিলিপ লুইস, রেনাতো গাউচো এবং আবেল পেরেইরা বর্তমানে দেশটির স্থানীয় ক্লাবগুলোর দায়িত্ব পালন করছেন।