ব্রাজিলকে ধসিয়ে সেমিতে আর্জেন্টিনা
ইন্দোনেশিয়া বসে মারাকানায় নিজেদের সমর্থকের মার খাওয়া দেখতে হয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দলকে। মেসিরা মাঠে সেই শোধও তোলেছে। ব্রাজিলকে তাদের ঘরে হারিয়েছে ১-০ গোলে। তবুও বড়দের বিপক্ষে ব্রাজিলের এই হীন আচরণ মানতে পারেনি ছোটরা। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলকে পেয়ে যেন সেই ঝাঁঝটাই মিটিয়েছে আলবিসেলেস্তেরা।
নিজেদের সমর্থক ও বড় ভাইদের অপমানের বদলা নিয়েছে ছোটরা। ব্রাজিলকে রীতিমতো ছিন্নভিন্ন করে সেমিফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। হারিয়ে দিয়েছে ৩-০ গোলের বড় ব্যবধানে। হ্যাটট্রিক করেছেন আর্জেন্টিনার ‘নতুন মেসি’ খ্যাত ক্লদিও এচেভেরি।
এদিন ম্যাচের শুরু থেকেই ছিল আর্জেন্টিনার দাপট। বল দখলে চোখে চোখ রেখে লড়াই করেছে দলটি। ব্রাজিলকে ছাড় দেয়নি এক বিন্দু। পাল্টা আক্রমণে উঠেছে গোল করার চেষ্টা চালিয়েছে ব্রাজিলও। বদলা নিতে চেয়েছে বড়দের হারের। তবে আর্জেন্টিনার রক্ষণ সেই সুযোগ দিলে তো।
রক্ষণটা বেশ দক্ষতার সঙ্গেই সামলেছে মেসির উত্তরসূরিরা। এরপর গুছিয়ে আক্রমণে গিয়েছে। ম্যাচের ২৮ মিনিটে নিজ অর্ধে পাওয়া বল নিয়ে একাই প্রতিপক্ষের ডি বক্সে ঢুকে পড়েন এচেভেরি। এরপর যা করতে হয় আরকি। বুদ্ধিদীপ্ত নিচু শটে বল জালে জড়িয়ে শুরু হয় আর্জেন্টিনার বুনো উল্লাস। এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।
দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার লড়াই চালায় ব্রাজিল। তবে আর্জেন্টাইন তরুণরা সেই সুযোগ দিলে তো। ৫৭ মিনিটে ডি বক্সের ঠিক বাইরে পাওয়া বল ধরে ব্রাজিলের ডিফেন্ডারদের বোকা বানিয়ে বল জালে জড়ান সেই এচেভেরি। দুই ডিফেন্ডার ও ব্রাজিলের গোলরক্ষকে নাচিয়ে জানান দেন কেন তাকে নতুন মেসি বলা হয়।
হ্যাটট্রিকটাই বা আর বাকি রাখবেন কেন। ম্যাচের ৭১ মিনিটে ব্রাজিলের কফিনে শেষ পেরেক ঠুকে সেটিও আদায় করেনেন ১৭ না পেরুনো এই তরুণ। এই গোলে আরও একবার স্মরণ করিয়ে দেন মেসির কথা। লম্বা থ্রু পাস ধরে গোলরক্ষককে একা পেয়ে যান এচেভেরি। এগিয়ে এসে প্রতিরোধ করার শেষ চেষ্টা চালায় ব্রাজিল গোলরক্ষক। তবে ঠাণ্ডা মাথায় কার্য সমাধান করেন এচেভেরি। আর তাতেই ফিনিশ ব্রাজিল। টুর্নামেন্ট থেকে নিশ্চিত হয় সেলেসাওদের বিদায়।
অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল আগামী ২৮ নভেম্বর। যেখানে আর্জেন্টিনার প্রতিপক্ষ জার্মানি।