বিশ্বকাপে খেলতে পারবে তো ব্রাজিল? 

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১০:৩৬ এএম | ২৭ মার্চ, ২০২৫

ফুটবল বিশ্বের সফলতম দল ব্রাজিল। ঘরে তুলেছে সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ শিরোপা। ব্রাজিলই একমাত্র দল যারা কখনো বিশ্বকাপ বাছাইপর্ব থেকে বিশ্বকাপে খেলতে ব্যর্থ হয়নি। তবে গত দুই দশক ধরেই নিজেদের জৌলুস অনেকটাই হারিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। বিশ্বকাপ বাছাইয়ের এবারের আসরেও অনেকটা সাদামাটা তারা। 

২০২৬ বিশ্বকাপ ব্রাজিল খেলতে পারবে কিনা এমন প্রশ্ন উঠেছে তাদের দলের ভরাডুবির কারণে। লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ১৪ ম্যাচ থেকে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে ব্রাজিল। ২০২৬ বিশ্বকাপ খেলা হবে ৪৮ দল নিয়ে। যেখানে লাতিন আমেরিকা থেকে সরাসরি ৬ দল খেলবে। তাই বিশ্বকাপে অংশগ্রহণ করা নিয়ে খুব একটা চিন্তায় নেই তারা। 

তবুও এখনো অনেক সমীকরণের হিসাব মিলতেই বাকি আছে। নিজেদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা যেখানে দাপট দেখিয়ে ইতোমধ্যেই বিশ্বকাপ নিশ্চিত করে ফেলেছে, সেখানে ব্রাজিলের বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে পাড়ি দিতে হবে এখনো লম্বা পথ। 

পয়েন্ট টেবিলের চারে থাকলেও পুরোপুরি স্বস্তিতে নেই পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। বাকি থাকা চার ম্যাচে অন্তত দুই ম্যাচ হারলেই রাফিনহাদের বিশ্বকাপে অংশগ্রহণ পড়তে পারে হুমকির মুখে। ব্রাজিলের পরের চার ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর, প্যারাগুয়ে, চিলি এবং বলিভিয়া। এদের মাঝে ইকুয়েডর এবং প্যারাগুয়ে ম্যাচ ব্রাজিলের জন্য পরীক্ষা হতে চলেছে। 

বলিভিয়ার বিপক্ষে ম্যাচটা হতে পারে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩ হাজার ৬০০ মিটার উপরে  লা পাজ স্টেডিয়ামে। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটাও ২ হাজার ৭৬৮ মিটার উঁচুতে খেলার সম্ভাবনা রয়েছে। যদিও এখনো পর্যন্ত এই দুই ম্যাচের ভেন্যু নিশ্চিত হয়নি। তবে সে যা-ই হোক, সামনের ম্যাচগুলোতে ব্রাজিলকে যে কঠিন পরীক্ষা দিতে হবে তা বলাই যায়। 

খেলার দুনিয়া | ফলো করুন :