আভেশের প্রত্যাবর্তনে বাড়লো তাসকিনের অনিশ্চয়তা
চলছে আইপিএলের ১৮ তম আসর। তবে এবারের আসরে নেই কোনো বাংলাদেশি। তাই স্বাভাবিকভাবেই দেশের ক্রিকেটপ্রেমীরা কিছুটা আগ্রহ হারিয়েছেন আইপিএল থেকে। তবে কিছুটা আগ্রহের জন্ম দিয়েছিলেন তাসকিন আহমেদ। বাংলাদেশ দলের এই পেসার জানিয়েছিলেন লখনৌ সুপার জায়ান্টসের পক্ষ থেকে তার সঙ্গে আলোচনা করা হয়েছে।
বিশ্বের সবচেয়ে বড় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দৈর্ঘটাও এবার বেড়েছে। ২২ মার্চ থেকে ২৫ মে পর্যন্ত দুই মাসেরও বেশি সময় ধরে হবে এবারের আসর। তাই স্বাভাবিকভাবেই এই সময়ে অনেক পেস বোলার ইনজুরিতে পড়ার শঙ্কায় থাকবেন। তবে আসরের শুরু থেকেই ইনজুরি হানা দিয়েছিল লখনৌ শিবিরে। একাধিক পেসারের ইনজুরি সমস্যার কারণেই তাসকিনের সঙ্গে যোগাযোগ করেছিল ফ্র্যাঞ্চাইজিটি এমনটাই জানিয়েছিলেন তাসকিন।
তাসকিনের এমন কথার পর স্বাভাবিকভাবেই তাকে লখনৌ দলে দেখার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে এরইমাঝে চোট কাটিয়ে ফিরেছেন দলটির পেসার আভেশ খান। আর তাতেই কিছুটা হলেও ফিকে হয়ে আসলো তাসকিনে খেলার সম্ভাবনা।
চোটের কারণে জানুয়ারি মাসের পর থেকে মাঠের বাইরে ছিলেন আভেশ। আইপিএলের প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারেন নি। তবে জানা গিয়েছে, এখন সম্পূর্ণ সুস্থ আছেন তিনি। আজ বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে পারেন তিনি। আইপিএলের এবারের নিলামে ৯ কোটি ৭৫ লাখ টাকায় তাকে দলে ভিড়িয়েছে লখনৌ।